নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম nimki
এখনো নতুন এবং শিখছি তায় মিষ্টি ভাষায় সমালোচনা কাম্য
২২ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫০
বাকপ্রবাস বলেছেন: সাবস্ক্রাইব টা মাইরা দিয়ে আসিয়েন
২| ২২ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: আমার বাসায় দুই কেজি নিমকি পাঠান।
২২ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৯
বাকপ্রবাস বলেছেন: আশা রাখি ২০৩০ সালের মধ্যে পেতে পারেন
৩| ২২ শে মার্চ, ২০২২ রাত ৯:০১
আহমেদ জী এস বলেছেন: বাকপ্রবাস,
দেখলুম। শুরুর কন্ঠস্বর স্পষ্ট হবে, দূর্বল শোনাচ্ছে।
সাফল্য কামনায় ।
২৩ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৪
বাকপ্রবাস বলেছেন: হুম, সব মোবাইল দিয়ে করা, এক একটা করার চেষ্টা করছি নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, রান্নায় হাত দিয়ে দেখি ভিডিও গ্রাফিক্স এসবে মজতে হচ্ছে
৪| ২২ শে মার্চ, ২০২২ রাত ৯:২৮
ইন্দ্রনীলা বলেছেন: নিমকী একটি বাঙ্গালীর চিরায়ত খাবার। কাজেই এই পুরান ঘটনাকে নতুন করে উপস্থাপন করতে হলে আরও এট্রাক্টিভ করতে হবে।
রং এ ভিজিয়ে, রসে ডুবিয়ে বা টকঝালমিষ্টিতে গড়িয়ে।
২৩ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১২
বাকপ্রবাস বলেছেন:
৫| ২৩ শে মার্চ, ২০২২ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আশা রাখি ২০৩০ সালের মধ্যে পেতে পারেন
এতদিন কি বেঁচে থাকতে পারবো?
২৩ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৩
বাকপ্রবাস বলেছেন: ও উছিলায় বাইচা থাকেন, সামু ব্লগেরও উপকার হবে, আপনার মতো নিয়মিত পাঠক ও কমেন্টার কম আছে
৬| ২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি রসগোল্লা রেডি করছি ! আপনি নিমকি পাঠান।
২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:০১
বাকপ্রবাস বলেছেন: হা হা হা এখন আছি মাশরুম নিয়ে, রসগোল্লা আপাতত নিমকি ছাড়ায় খেয়ে মাশরুম দেখতে আসবেন অবশ্যই
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, তাই হবে তায় না
শুভ হোক আপনার পথচলা