| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি যদি কুকুর হতাম করে যেতাম ঘেউ 
কুকুর বিনে সে ভাষা বুঝতনা আর কেউ। 
তখন আমি কামড়ে দিতাম ভয়ে কিংবা রাগে
তোমরা তখন টিকা নিতে লাথি মারার আগে। 
এখন আমি কুকুর নই ঘেউ ঘেউ ঘেউ ঘেউ
করে করে ওল্টো লাথি মারছো কেউ কেউ। 
তোমারাই মানুষ তোমারাই কুকুর তোমরা তবে কী
মানুষের ভেতর মানুষ যেমন, থাকে প্রাণী।
 
২১ শে নভেম্বর, ২০২২  দুপুর ২:২২
বাকপ্রবাস বলেছেন: কাইন্দা বুক ভরাইলামু
২| 
২১ শে নভেম্বর, ২০২২  দুপুর ১:৫৬
নজসু বলেছেন: 
অনেকদিন পর আপনার ছড়া পড়লাম।
পশু কখনও মানুষ হয়না, তবে মানুষ তার কাজে কর্মে ঠিকই পশু হয়।
ধন্যবাদ প্রিয় ছড়াকার।
 
২১ শে নভেম্বর, ২০২২  দুপুর ২:২৩
বাকপ্রবাস বলেছেন: অনেকদিন পরেই আসলাম, অপিষে কাজের চাপ থাকলে আসা হয়না,কারন কাজে ভুল হয়
আপনাকেও খুব করে ধন্যবাদ জানিয়ে রাখলুম
৩| 
২১ শে নভেম্বর, ২০২২  সন্ধ্যা  ৭:৫৪
সোনাগাজী বলেছেন: 
আমাদের ১জন কুকুরের লেজ সাহিত্যবিশারদ আছেন; দেখি, উনি কি মন্তব্য করেন!
 
২২ শে নভেম্বর, ২০২২  দুপুর ২:১৪
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০২২  দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: যথাযথ কবিতা হয়নি।