| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১।
খিদে যদি পায় বাবু খেয়ে নেয়া দরকার
খালি পেটে ঘুরে মাথা ভনভন চরকার
ভরা পেটে চেট খাড়া
ঘাড়ে বসে দেয় লারা
রিজার্ভ খেয়ে দাত খিলায় আউলিয়া সরকার। 
২।
রাখারতো কিছু নাই যা ছিল ব্যাংকে
শকুনের চোখ জোড়া খুঁজে মাথা ঠ্যাং কে
মরা লাশ খায় দায়
বর্গ মাইল হ'ল ছায়
খেতে তো চায়না পাতে তুলে দেন ক্যা?
 
২২ শে নভেম্বর, ২০২২  দুপুর ২:৩২
বাকপ্রবাস বলেছেন: আগে পানি যোগাড় হলে পরে চিড়েও হয়ে যাবে 
ধন্যবাদ জানবেন বড় ভাই
২| 
২২ শে নভেম্বর, ২০২২  দুপুর ২:৩১
শাহ আজিজ বলেছেন: অসাধারন ছান্দসিক ছড়া / কবিতা । 
 বেশ উজ্জীবিত হলাম ।
 
২২ শে নভেম্বর, ২০২২  দুপুর ২:৩৩
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা আর ভালবাসা জানবেন
৩| 
২২ শে নভেম্বর, ২০২২  বিকাল ৩:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
 
২২ শে নভেম্বর, ২০২২  বিকাল ৪:৫২
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ বুবু
৪| 
২২ শে নভেম্বর, ২০২২  বিকাল ৪:০৭
গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার !!
 
২২ শে নভেম্বর, ২০২২  বিকাল ৪:৫৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ নেবেন খুব করি
কবে যাব ভূতের বাড়ি
৫| 
২৩ শে নভেম্বর, ২০২২  রাত ১২:৩৩
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ অনুভূতি
 
২৩ শে নভেম্বর, ২০২২  বিকাল ৫:৩৮
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন বড়ভাই
৬| 
২৩ শে নভেম্বর, ২০২২  দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আগে পানি যোগাড় হলে পরে চিড়েও হয়ে যাবে
ধন্যবাদ জানবেন বড় ভাই 
ভিক্ষুকটি ছিলো পাগল। শহরে এসে ছেলে মেয়ে স্ত্রী কন্যাকে হারিয়ে পাগল হয়ে গেছে।
 
২৩ শে নভেম্বর, ২০২২  বিকাল ৫:৪০
বাকপ্রবাস বলেছেন: পাগলের স্বজনদের চিন্তায় আছি, ওরাওতো খুজছে তাকে এবং জানেওনা সে পাগল হয়ে গেছে
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০২২  দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: এক ফকির ভিক্ষে করছেন।
বলছেন, বাবু একটু পানি দিবেন।
চিড়ে ভিজিয়ে খাবো। অথচ দেখুন ফকিরের কাছে চিড়ে নেই।