নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোন মশা-মাছিরা গুণগুণ গানে
গেয়োনাতো গান আর খুকিমনির কানে
ঘুমটা যেতে দাও নিরিবিলি একা
তোমাদেরও প্রয়োজন ভদ্রতা শেখা।
শোন চাচা-চাচিরা ঠোট নাক কানে
টেনে গাল করো লাল ব্যাথা লাগে প্রাণে
বোল ফোটেনাই বলে ড্যাব ড্যাব চোখে
চেয়ে থাকি বলে কী আছি মহা সুখে?
ঘুমটা যেতে দাও নিওনা কেড়ে
দু'টো মাস যেতে দাও উঠি আগে বেড়ে
তারপর দুষ্টুমি করো মন জুড়ে
আমিও সাড়া দেব হাত-পা ছুড়ে।
বি.দ্র.
হচ্ছে যতো ভুল ভ্রান্তি ছোট বড় পাপ
করে দিও মাপ
আমি এখন তিন কন্যার বাপ।
(সবাই সুস্থ্য আছেন, আলহামদুলিল্লাহ)
০৪ ঠা আগস্ট, ২০২৩ সকাল ১১:৪২
বাকপ্রবাস বলেছেন: শিশু বলতেই আমি কন্যাই চিন্তা করি, আমার অনেক ভাল লাগে
২| ০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ২:৪৮
রাইসুল খান বলেছেন: মাশাআল্লাহ।
০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০৩ রা আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৩
কাছের-মানুষ বলেছেন: অভিনন্দন আপনাকে। ছড়াও ভাল হয়েছে।
০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৬
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানেবন দাদা
৪| ০৩ রা আগস্ট, ২০২৩ রাত ১০:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: মাশাআল্লাহ অভিনন্দন আপনাকে। সপরিবারে ভালো থাকুন। আনন্দে থাকুন।
মিষ্টি ছড়ায় ভালো লাগা রইল।
০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৭
বাকপ্রবাস বলেছেন: এবং খুব করে ধন্যবাদ জানবেন দাদা
৫| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১:০৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
মাসাল্লাহ।
০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৮
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন বড় ভাই
৬| ০৪ ঠা আগস্ট, ২০২৩ সকাল ৭:৪০
সোহানী বলেছেন: ওএমজি.... কিউটি পাই। অনেক অনেক আদর।
০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ নেবেন আপু
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ১:৪১
নজসু বলেছেন:
কন্যা সন্তান আল্লাহর রহমত!