নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাছ আটকায় জালে
কুমির আটকায় খালে
ষাড় আটকায় লালে
তিল আটকায় গালে।
কেউ না কেউ কোথাও আটকে যায়
দৃষ্টি আটকে গেছে বিবর্ণ হাওয়ায়।
রোজরোজ কেটে যায় সময় ব্যস্ততায়
রোদরোদ সকাল দুপুর সন্ধ্যার অস্ততায়
আটকায়না কিছু আর কিছুতে
জাত অভিজাত উঁচু আর নিচুতে
ছোটেনা কেউ আর কারো পিছুতে
আক্ষেপও নেই আর পারিনি ছুঁতে।
জাল ছিড়ে ছুটে গেছে মাছ
মরা খালে নেই কুমিরের নাচ
সিঁদুরে মেঘে অভ্যস্থতা আজ
নেই মনে লালিত আঁকুতির ভাজ।
২১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১২
বাকপ্রবাস বলেছেন: ছন্দে আনন্দে ধন্যবাদ লইবেনদে
২| ২০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: এদেশের মানুষের মনে কোন আকুতি থাকতে নেই।
২১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৩
বাকপ্রবাস বলেছেন: জিকির করতে হবে ইয়া বাকশাল ইয়া বাকশাল
৩| ২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: বেশ।
২২ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
বাকপ্রবাস বলেছেন: আপনার বেশ কমেন্ট পেয়ে ভাল লাগছে।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১২
নজসু বলেছেন:
আমরা আটকাই আপনার ছন্দে।