নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউয়া বলে কোকিল ভাই
তোরে যদি বাগে পাই
গলা টিইপ্পা শোধ নিমু কন্ঠের
আমি গাইলে মারে ঢিল
তুই গাইলে জুড়ায় দিল
তফাৎ কেন গানের কলি, ছন্দের।
আর পারিনা সইতে
দুঃখ জ্বালা বইতে
কণ্ঠ আমার কর্কশ কেন ভাই
তোর গুণ সবার মুখে
পিত্তি জ্বলে সেই দুঃখে
কী'যে করি বাগে যদি পাই।
২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন শাম্মী আক্তার আপু
২| ২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৬
রানার ব্লগ বলেছেন: ককিলের দেখছি অনেক জ্বালা ।
২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৩
বাকপ্রবাস বলেছেন: অনেক জ্বালা, চেতনার উপচে পড়া জ্বালা
৩| ২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩১
আমি নই বলেছেন:
২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন আমি নই
৪| ২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৮
শায়মা বলেছেন: কোনটা কাক কোনটা কোকিল???
২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৬
বাকপ্রবাস বলেছেন: কাক ব্যাথা সইতে না পেরে ডিভোর্স দিয়ে দিল।
৫| ২৬ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০৯
কামাল১৮ বলেছেন: তেলে আর জলে মিশ খায় না।
২৬ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩
বাকপ্রবাস বলেছেন: জোয়ান বয়সে খাইছিল, বুইড়া হবার পর খাইতেসেনা
৬| ২৬ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১২
ঋণাত্মক শূণ্য বলেছেন: এইসব বাদ দেন। শাম্মী আক্তার যে সুন্দর বলতে গিয়ে একটা স্প্যামিং করে গেলো, তার বিচার কই?
২৬ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭
বাকপ্রবাস বলেছেন: কী বলতে চান বন্ধুরে জান
এ্যমনে এ্যমনে!!!
৭| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা ভলো হইছে।
২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন মুরুব্বি
৮| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০০
রাজীব নুর বলেছেন: বিচিত্র সেলুকাস।।
২৮ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৬
বাকপ্রবাস বলেছেন: এটা ধাপ্পাবাজি হতে পারে, ওরা ঘরে তালা মেরে সটকে গেছে।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৫
শাম্মী আক্তার বলেছেন: সুন্দর