নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি ক্ষমতা আর নারী সব একেকার সানজিদার সংসার

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১২


হারুন তুই ভাল হ‌য়ে যা
সংসার কর‌তে দে মামুন‌রে
ছাত্রলীগ ধইরা পিটাইসনা
এসব এবার খেমতা দে।

মামুন তুই ভাল হ‌য়ে যা
প্রেম কর‌তে দে হারুন রে
দাত হারাই‌লে পা‌বিনা
ভুল বু‌ঝিসনা বউডা‌রে।

সান‌জিদা তুই ভাল হ‌য়ে যা
ত্রিভূজ‌কে সংসার ব‌লেনা
রিফাত ম‌রিয়া প্রমাণ ক‌রিল
মি‌ন্নিকে দি‌য়ে সংসার চ‌লেনা।

ছাত্রলীগ তোমার দাত ভে‌ঙ্গে‌ছে কে!
আমরা কিন্তু চো‌খে দে‌খিনাই
কার এমন সাধ্য আ‌ছে বল
কান ছি‌ড়ে তার সাহস দেখ‌তে চাই।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এক পুলিশ অফিসার বিগড়ে ছাত্রলীগের দাঁত উপড়ে ফেলেছে; বেশি বিগড়ে গেলে ছাত্রলীগের অস্তিত্ব থাকবে কি?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

বাকপ্রবাস বলেছেন: ওগুলো ফ্রেন্ডলি ফায়ার

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: বাস্তব সমস্যা নিয়ে কবিতা ফেদেছেনে। ভালো করেছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫

বাকপ্রবাস বলেছেন: মজা লাগে

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৭

সোনাগাজী বলেছেন:


২/১ লাইনে ঘটনাটা লিখে দেন তো, কে কি করেছে?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫২

বাকপ্রবাস বলেছেন: বাজারে অনেক কথা চলমান, সেসব বাদ দিয়ে সানজিদা ডাক্তার দেখাতে গেল হারুন এর সাহাজ্য নিয়ে, সানজিদা হল মামুনের স্ত্রী। মামুন জানতে পেরে ছাত্রলীগ এর সহয়তায় হারুনকে সায়েস্তা করতে গেছে, গোলমালও হল। পরে সেই ছাত্রলীগকে হারুন মেরে দাত ফেলে দিল, এদিকে সানজিদা ষ্ট্যাটম্যান্ট দিল তার স্বামি হারুণকে মেরেছে, তার স্বামির উদ্দেশ্য ভাল ছিলান ইত্যাদি।
পরকিয়ার আলামত বেশ পরিষ্কার।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩

বাকপ্রবাস বলেছেন: আশরাফুল আলম খোকন

আপনি অসুস্থ, আপনার হাজব্যান্ড জানে না, আপনার আরেক বিভাগের স্যার কীভাবে জানে?— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিনকে উদ্দেশ করে এমন প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

ফেসবুক স্ট্যাটাসে আশরাফুল আলম খোকন লিখেন, আপনি অসুস্থ, আপনার হাজব্যান্ড জানে না, আপনার আরেক বিভাগের স্যার কীভাবে জানে? যদি আপনি জানিয়ে থাকেন, তাহলে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি তো আপনার হাজব্যান্ডকে বলতে পারতেন। কারণ, আপনার হাজব্যান্ডের পদ-পদবি আরও বড়। স্বামীর চেয়ে স্যার যখন বেশি আপন হয়, তখন বিষয়টা অস্বাভাবিক না?

স্ট্যাটাসে তিনি আরও লিখেন, আপনার নিজের বড় বোনও ঢাকা মেডিকেলের ডাক্তার, যেহেতু উল্টাপাল্টা পোশাকের বিষয় আপনিই বলেছেন, ইসিজি-ইটিটি তো আপনি উনার ওখানেও করতে পারতেন। এছাড়া পুলিশ হাসপাতাল হচ্ছে দেশের অন্যতম ভালো একটা হাসপাতাল। আপনিতো সেখানেও যেতে পারতেন।

স্ট্যাটাসে দাবি করা হয়, এই এডিসি হারুনকে এক সপ্তাহ আগেও আপনার হাজব্যান্ড অনুরোধ করেছিল, তার সংসার না ভাঙার জন্য। এরপরও কেন তাকেই আপনার সাথে নিতে হলো। আর আপনার হাজব্যান্ড কেন তাকে অনুরোধ করেছিল?

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯

সোনাগাজী বলেছেন:



অনেক বাংগালী মেয়ে গন্ডগোল করছে, এরা ভালো মা হবে না।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

বাকপ্রবাস বলেছেন: সময়টা গোলমেলে, মান সম্মান চিন্তা করেনা

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: চমৎকার কবিতা।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৯

বাকপ্রবাস বলেছেন: সাড়ে চুয়াত্তর ধন্যবাদ লইবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.