নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ভাড়ের রাজ্যে পিতিবি মুতময়

১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৪


লক্ষ্য মোদের ভাড় হওয়া নাইতো কোন ছাড়
সবার ঘাড়ে সিল মারা চাই 'নাই তুলনা তার'
ভাড়ের মা সিংহাসনে দেখছে বসে সব
চারদিকে তার ভাড়ের রাজ্য করছে কলরব।

ভাড়ের রাজ্যে ষাড়গুলো সব লাঙ্গল জোয়াল টানে
ডিসি, ভিসি মাসি-পিসি মুখর ভাড়ের গানে
বাকশো ভরা ভাড়ের দল সকাল সন্ধ্যা রাতে
টকশো, নিউজ নানান নামে একই মাত মাতে।

খোকা ঘুমালো পাড়া জুড়ালো ভাড় ভরিল দেশে
সাত সকালে ফের ঘুমায় সে আবার মুতে এসে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: চেষ্টা করবেন লেখার সময় সুন্দর শব্দ ব্যবহার করতে।

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪০

বাকপ্রবাস বলেছেন: কিচ্ছু কমুনা, নিচের কমেন্ট এ লোকে কীসব বলছে, আমি কিন্তু বলিনাই হা হা হা

২| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫০

বিজন রয় বলেছেন: এখন চারিদিকে শুধু ভাঁড় আর ভাঁড়। যেমন উপরে রাজীব নূর ভাঁড়ের মতো একটি মন্তব্য করে গেল।

মোক্ষম কবিতা লিখেছেন।

চলুক।

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

বাকপ্রবাস বলেছেন: ও দাদা নমষ্কার, এতোদিনে একটা কমন্টে পাইলাম, নুরদা আমারে খালি হলুদ কার্ড দেখায়

৩| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪

সোনালি কাবিন বলেছেন: বিজন রয় বলেছেন: এখন চারিদিকে শুধু ভাঁড় আর ভাঁড়। যেমন উপরে রাজীব নূর ভাঁড়ের মতো একটি মন্তব্য করে গেল।

মোক্ষম কবিতা লিখেছেন।

+++

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২

বাকপ্রবাস বলেছেন: নুরদা আমারে খালি হলুদ কার্ড দেখায়, ধন্যাবাদ জানবেন নগদে সো কা

৪| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



ঠিকই বলেছেন। ভাড়দের জয় জয়কার। ভাড়দের দল। ভাড়ে ভাড়ময়। যাইহোক, জাহান্নামদের চৌরাস্তায় গিয়ে মরুক সব। নিজের গল্প লিখুন।



১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৫

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন

৫| ১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এখন তো ভাড়ের জয়-জয়কার । কি আর করা। তবে সম্ভব হলে শুধু নীচের লাইনের একটি শব্দ পরিবর্তন করে দিতে পারেন।
শুভকামনা রইলো।

১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

বাকপ্রবাস বলেছেন: হা হা হা ধন্যবাদ জানবেন কিন্তু। ওই জিনিসটা ধরে রাখলে কিডনিতে সমস্যা দেখা দিবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.