নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

অম্লমধুর

২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫০


ভাবতে গেলে পাইনা তল অতলে দাও ধরা
ভেবেছি নাও ভাসাবো, শুকনো নদী জলের খরা
তুলে পাল ভাবনারা মাতাল কেবল ছুটোছুটি
ইচ্ছেরা নয়তো লাগামহীন কেবল এক মুঠি।

কী এক মধুর বেদনা আচ্ছন্ন করে রাখে আমায়
অনর্থ কল্পনা কেবলই ভেবে যাই, ভেবে যাই।

হাত বাড়ালে এইতো কাছে মন বাড়ালে যুগান্তর
বিমূর্তে বসন্তের সুর মূর্ততায় মোহাচ্ছন্নতায় রূপান্তর
অধরা দেয়না ধরা তবুও তারে ধরতে চায় মন
নাতিশিতোষ্ণ এক অনুভূতি ছেয়ে যায় যখন তখন।

কী এক মধুর বেদনা আচ্ছন্ন করে রাখে আমায়
অনর্থ কল্পনা কেবলই ভেবে যাই, ভেবে যাই।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা। শুধু আবেগ আছে। কিন্তু হাহাকার নেই।

২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৪

বাকপ্রবাস বলেছেন: ডুবুডুবু জল খাওয়ার পর্ব

২| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম কবিতার চারটি প্যারায় ----দারুন।

২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৮

বাকপ্রবাস বলেছেন: প্রেমের কবিতা লেখা বারন তায় লিখি চুপিচুপি
জানতে পারলে নির্ঘাত চেপে ধরবে টুটিমুটি

৩| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই

৪| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৭

নজসু বলেছেন:


ছন্দবিতা!
ছন্দে ছন্দে কবিতা! B-)

২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১

বাকপ্রবাস বলেছেন: ভীষল রকম ধন্যবাদ রইল

৫| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৪

বিজন রয় বলেছেন: এত বড় বড় লাইনে ছন্দ ভাল লাগে না।

ভাষাগুলো আরো সহজ হলে ভাল লাগত।

কেমন আছেন?

২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:২০

বাকপ্রবাস বলেছেন: সিদ্দিক বলেছিল, আমার ভুইল হইয়া গেছে মাফ কইরা দেন হা হা হা

ভাল আছি বিজনদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.