নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেওনা
থেকে যাও চোখের পাতায়
উষ্ণতা ছড়িয়ে ঘিরে রাখো মন মগজ
নির্জন অন্ধকার রাতে ঘুমহীন চোখে এসো
অনিদ্রার সকালে এসো, ব্যস্ততম দিনের
ক্লান্তিতে এসো। তুমুল নিদ্রায় এসো
অরুচিতে এসো, ঘটনা দূর্ঘটনায় এসো
এসো তুমি অন্যমনস্কতায়, পেন্ট পা্ল্টাতে
গিয়ে লুঙ্গির কামড়ে এসো, রান্নায় এসো
কান্নায় এসো, এসো হাসি তামাসায়
স্নানে এসো, গুনগুন গানে এসো
এসো তালবাহানায়। থেকে যাও এভাবে
যেওনা।
/
ব্লগের কাউকে চিনিনা, জানাশোনা নেই, তবে হঠাৎ দেখলাম আসা যাওয়ার মান অভিমান চলছে। তায় এই লেখা।
২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬
বাকপ্রবাস বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: লিখেছেন। ভালো করেছেন।