নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

চিড়িয়াখানা (অণুগল্প)

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮


গাড়িতে উঠার আগেই আমার একটু সন্দেহ হয়েছিল। এই প্রথম ঢাকা শহর এলাম, চেনাজানা পরিচিত কেউ নেই। একটা বিশেষ কাজে এসেছিলাম রাতের ট্রেনে ফিরে যাব। পুরোটা দিন কী করা যায় ভাবতে ভাবতে ভাবলাম চিডিয়াখানা ঘুরে আসি। দেখাও হল সময়ও পার হল। গাড়িতে উঠে কেমন যেন অস্বস্থি লাগছে। ড্রাইভারকে সুবিধার মনে হচ্ছেনা। সারাক্ষণ মোবাইলে কথা বলছে। বারবার মনে হচ্ছে মাঝপথে দুইপাশে দুই প্যাসেঞ্জার তুলে আমার কাছে যা আছে সব ছিনিয়ে নেবে। নিউজ পত্রিকায় এমন ঘটনা প্রায়ই দেখি, ঢাকাতে খুব বেশী হয়, বিশেষ করে সিএনজি অটো রিকশায়।

ভয় কাটানোর জন্য ড্রাইভার এর সাথে আলাপ জুড়ে দিলাম। ভাই আপনার নাম কী? বাড়ি কোথায়? ইত্যাদি। সেও প্রশ্নের জবাব দিচ্ছে কিন্তু মন থেকে বলছে সেটা বুঝা যাচ্ছেনা। প্রশ্ন করলে জবাব দিচ্ছে এবং সেটা কেমন যেন মন ভারভার ভাব নিয়ে। কথা বলে জানা গেল গ্রামে তার মুদি দোকান ছিল এবং বেশ ভালই চলছিল। দুই মেয়ে। বড়জন চতুর্থ শ্রেণীতে পড়ে আর ছোটজন মাত্র নয় মাস।

গুণেগুণে সাতটা বছর পার হল সে ঘরছাড়া। রাজনীতি করত। প্রতিপক্ষ দল এখন ক্ষমতায়। তার নিজের দোকানটা ভেঙ্গে দেবার পর পরিবারও পাঠিয়ে দিয়েছিল শ্বশুর বাড়িতে। এখনো সেখানে আছে। মাসে একবার গিয়ে দেখা করে আসে। নিজের এলাকায় যাওয়া নিশেধ। কালভদ্রে কোন কাজে গেলেও চুপিসারে চলে আসে। ঢাকায় এসে প্রথমে রিকশা চালিয়েছিল, পরে সিএনজি অটোরিকশা চালনা শিখে। ভেবেছিল এবারের নির্বাচনের আগে ফিরে যাবে ঘরে, কিন্তু মনে হয়না যাওয়া সম্ভব হবে, পরিস্থিতি সুবিধার নয়।

কথাগুলো শুনছিলাম মন দিয়ে, আবার কল আসল তার মোবাইলে। ওকে ওকে জি জি টাইপ কিছু কথাবার্তা। তারপর গাড়ি সাইড করল। আমাকে বলল ভাই নামেন চলে আসছি। তায় নাকি বলে আমিও নেমে ভাড়া দিতে যাব এমন সময় ওনি বলে উঠলেন, না ভাড়া লাগবেনা। আপনার সাথে কথা বলে ভাল লেগেছে, ভাড়া নেবনা। কিন্তু চিড়িয়াখান দেখছিনা, কোথায় জিজ্ঞেস করতেই বলল রাস্তার ওপারে। সে চলে গেল কিন্তু আমি পড়লাম এক ঘোরের মধ্যে। জায়গাটা কেমন চেনাচেনা মনে হচ্ছে। রাস্তার ওপারে তাকাতেই দেখি সংসদ ভবন। তাইতো, ভাবছি চেনাচেনা লাগছে কেন! টিভিতে কতোবার দেখা হয়েছে জায়গাটা।

রাস্তা পার হতেহতে ভাবছি, সে কেন এখানে নামিয়ে দিল! ভাড়াও নিলনা। আমিতো যেতে চেয়েছি চিড়িয়াখানা, সে কেন আমাকে সংসদ ভবন এলাকায় নামিয়ে দিল.....


(অণুগল্প লেখার চেষ্টা কিন্তু হয়ে উঠেনি)

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সুন্দর তো।
চালিয়ে যান।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন ভাইযান

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৮

হাসান মাহবুব বলেছেন: থিমটা বেশ ভালো। উপস্থাপনা আরো ভালো হতে পারতো। গল্পের মূল সৌন্দর্যই হচ্ছে বলার ধরণে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১

বাকপ্রবাস বলেছেন: পরামর্শ এর জন্য আন্তরিক ধন্যবাদ, চেষ্টা থাকবে।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মির্জা ফখরুল একবার বলেছিলেন, ছাত্রদল, যুবদলের ছেলেরা এখন ঢাকায় গাড়ি চালায়। রিক্সা চালায়।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২

বাকপ্রবাস বলেছেন: প্রচুর ঘটনা এমন, ইদানিং রিকশা মিছিলও হয়, কারন তারা আদতে পালিয়ে চলার জন্য রিকশা পেশায় আসছে

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর লেখেছেন অনুগল্প ভাল থাকবেন কবি দা

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২

বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাইযান।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৪

ঢাবিয়ান বলেছেন: বাস্তবের সাথে মিল রেখে গল্প । ভালই হয়েছে

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৮

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানিয়ে রাখলুম

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে চিড়িয়াখানা চিনে না মনে হয়

:)

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

বাকপ্রবাস বলেছেন: এটা হল অণুগল্পের টুই্স্ট। সংসদটাই তার কাছে চিড়িয়াখানা। তায় সেখানে নামিয়ে বুঝিয়ে দিয়েছে যে, তোমাদের চিড়িয়াখানা মিরপুর হলেও আমার কাছে সংসদ ভবন।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২

তানভির জুমার বলেছেন: আপনার গল্পের কাল্পনিক মানুষরাই আগামীর বাংলাদেশের হিরো হবে। তাদের জীবনীতে লেখা থাকবে কিভাবে যুদ্ধ করে তারা স্বৈরাচার আর ফ্যাসিবাদ তাড়িয়েছিল।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১০

বাকপ্রবাস বলেছেন: স্বৈরাচার আর ফ্যাসিবাদরা চিরদিন থাকবেনা, যতদিন যাবেনা ততদিন মাশুল দিতে হবে, কাল্পনিকরা বাস্তবে উঠে আসুক তাড়াতাড়ি সেটাই কাম্য

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: আপনার ছড়ার চেয়ে অনুগল্প ভাল হয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০

বাকপ্রবাস বলেছেন: চেষ্টা থাকবে অণুগল্প লেখার, ছড়াতে হাবিজাবি বেশী লেখা হয়, অণুগল্পে সেটার চান্স কম। অণুগল্প লেখা কিছুটা কঠিন আমার জন্য, আপনার জন্য এটা খুব সহজ একটা বিষয় যদি লিখতে চান।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৮

ডার্ক ম্যান বলেছেন: আপনার প্রতিবেশী নাকি এমপি ইলেকশানে দাড়াইছে

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

বাকপ্রবাস বলেছেন: হা হা হা কে বলল? নমিনেশান পেল কিনা জানিনা।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

আরোগ্য বলেছেন: ভাবলাম কবি কি লিখেছে একবার পড়ে দেখি। ফাটাফাটি হয়েছে। একদম আসল চিড়িয়াখানায় চালক পৌঁছে দিয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২০

বাকপ্রবাস বলেছেন: ওটা যে চিড়িয়াখানা সেটা বুঝলেই স্বার্থক ভেবে ভাড়াও নিলনা।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজীব নুর বলেছেন: আপনার ছড়ার চেয়ে অনুগল্প ভাল হয়েছে। আমারও তাই মনে হয়। নিয়মিত লিখুন।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

বাকপ্রবাস বলেছেন: দোয়া করবেন, চেষ্টা থাকবে

১২| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০২

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন তবে এমন লিখলে তো কেস খেয়ে যাবেন :D

০৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২১

বাকপ্রবাস বলেছেন: পরিস্থিতি কী এমনই ভয়াবহ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.