নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সদ্য ফোটা গোলাপটাতে
হাত দিওনা কাঁটার ফাঁকে
আর দু’টো দিন পাতার সাথে
হাওয়া এলে দুলতে দিও
আমাকেও সঙ্গে নিও।
ধরতে গিয়েও মন দোটানায়
জানলার আকাশ আর জোছনায়
পড়তে বসে মন বসেনা
অকারণে লাগামটাকে সঙ্গ দিও
আমাকেও সঙ্গে নিও।
সদ্য ভাঙ্গা টুকরো কাঁচ
সদ্য পোড়া কপাল ভাঁজ
বর্ষার আকাশ টুকরো মেঘ
ছাতার ভেতর সামলে যেও
গোলাপটাকে ভিজতে দিও।
০৯ ই মে, ২০২৪ সকাল ১০:৪৫
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন দাদা
২| ০৯ ই মে, ২০২৪ সকাল ১১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন।
গোলাপ নিয়ে জাস্ট পরশুই একখান গান লিখে ফেলেছিলুম। আপনার গোলাপ দেখে তাই ভালো লাগলো। আমি তো হেরেই গেলাম
বানান :
ফোঁটা = ফোটা (বৃষ্টির ফোঁটা। ফুল ফোটা)
কাটা = কাঁটা
দোলতে = দুলতে
দোটনায় = দোটানায় (দুই দিকে টানে )
ভাজ = ভাঁজ
জানলার এবং বর্ষার শব্দ দুটোতে একটা করে মাত্রা বেশি থাকায় ছন্দের একটু গড়মিল হয়েছে। পারলে শব্দদুটোকে বদলে দিয়েন।
তবে, ছড়ার কন্টেন্টে এবং সার্বিক ছন্দোময়তায় আমার মুগ্ধতা থাকলো।
০৯ ই মে, ২০২৪ সকাল ১১:৪২
বাকপ্রবাস বলেছেন: অশেষ ধন্যবাদ মুরুব্বি, বানান এ আমার প্রচুর সমস্যা, লজ্জায় পড়তে হয়, এভাবে ঠিক করে দিলে অল্প সময়ে সেরে উঠকো এই রোগ থেকে
৩| ০৯ ই মে, ২০২৪ দুপুর ২:৫৬
নয়ন বিন বাহার বলেছেন: আমাকেও সঙ্গে নিও...
০৯ ই মে, ২০২৪ রাত ৮:০৯
বাকপ্রবাস বলেছেন: আইচ্ছা নিমুনে
ধন্যবাদ নেবেন ভাইযান
৪| ০৯ ই মে, ২০২৪ বিকাল ৪:২০
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল
০৯ ই মে, ২০২৪ রাত ৮:০৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন মুরুব্বি
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২৪ সকাল ১০:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার গীতি কবিতা