নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিচ্যুতি হতেই পারে
কাণ্ড ছিড়ে পাতার বিচ্যুতি সয়ে যায় গাছের
সন্ধ্যে হলে জলজ বিচ্যুতি খোঁয়াড়ে ফেরা হাঁসের
মহাকাশে উল্কা বিচ্যুতি পলকে যায় মিলে
সংগমে পালক বিচ্যুতি পুলক বিস্ফোরণ দিলে
বিচ্যুতি মানে সংযোজন বিয়োজন প্রিয়জন ছাড়ে
বিচ্যুতি হতেই পারে।
আমিতো ভাবিনি
বুঝিনি এমন করে ক্ষত পুড়ে জিইয়ে থাকে বুকে
মরুতেও বৃক্ষ হয়, গুল্ম ঘাসেরা দেখে জামালের চোখে
ভেবেছি ঝড়ের জলে ভেসে যায় নৌকা ডায়রীর পাতায়
জানা ছিলনা ভারি হয়ে যাওয়া নিঃশ্বাস কতটা কাঁদায়
ভিড়ের মাঝে হারাবো জানি তায় ধরে রাখার মন্ত্র শিখিনি
কেন যে শিখিনি!
সেই ভুলের দিচ্ছি মাশুল
রাত জেগে গুনছি তারা, দেয়না সাড়া কিছুতে
ছুটছি কেবল ছুটছি কোথায় উঁচুতে না নিচুতে
বোধ হারিয়ে নির্বোধ এক চলছে দেহ প্রাণহীণ
জাগছে সূর্য যাচ্ছে অস্ত হচ্ছেনা পার একটা দিন
ভাল থেকো দু`টো শব্দ ভেসে গেল উড়ায়ে চুল
সমাধির বুকে খাচ্ছে দোল।
(জামাল = উট)
১২ ই মে, ২০২৪ দুপুর ২:৩৭
বাকপ্রবাস বলেছেন: হ, কষ্ট, বড়ই কষ্ট
নগদে ধন্যবাদ লইবেন ভাইযান
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০২৪ দুপুর ২:২৭
নয়ন বিন বাহার বলেছেন: বিচ্ছুতি হতেই পারে। তবে মেনে নেওয়া কষ্টকর!