নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্যটা বলছে সকাল
অথছ আমার সন্ধ্যা
টের পেলামনা কবে কখন
ফুটেছে রজনীগন্ধ্যা।
বাতাসে কবে মিলিয়ে গেছে
গোলাপ গোলাপ গন্ধ
ছুটেছি কেবল ছুটেছি কোথায়?
পথ হারিয়ে অন্ধ।
সূর্যটা কাল উঠবে আবার
আবারো হবে সকাল
পাকা চুল ধবল সকলি
দেখছি সময় অকাল।
২৩ শে মে, ২০২৪ দুপুর ১:৪৮
বাকপ্রবাস বলেছেন: ভালবাসা জানবেন বড়ভাই
২| ২৩ শে মে, ২০২৪ দুপুর ১:০৮
ডার্ক ম্যান বলেছেন: আপনি কি এখন দেশে
২৩ শে মে, ২০২৪ দুপুর ১:৪৭
বাকপ্রবাস বলেছেন: আমার এই ছবিটা দেখে সবাই দেশে মনে করছে, অথচ এটা আমার অপিষের ছবি, চারপাশে গাছ লাগিয়েছে তায় মরুভুমি বঝা যায়না
৩| ২৩ শে মে, ২০২৪ বিকাল ৪:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
এমন করেই বেলা যাবে বয়ে
ভবলীলা হবে সাঙ্গ
২৩ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
বাকপ্রবাস বলেছেন: বুড়ো হয়ে যাচ্ছি তবুও মজা পাচ্ছি হা হা হা
৪| ২৩ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
করুণাধারা বলেছেন: একটা গানের কথা মনে পড়ল:
হরি দিন যে গেল, সন্ধ্যা হলো পার করো আমারে...
অল্প কথায় অনেক কিছু বলা কবিতা। ভালো লাগলো।
২৩ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫২
বাকপ্রবাস বলেছেন: হুম, ওপারে যাবার প্রস্তুতি নাই, না জানি কী হয়!!
৫| ২৩ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
প্রামানিক বলেছেন: ভালো লাগল ধন্যবাদ
২৩ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫২
বাকপ্রবাস বলেছেন: ও দাদা ধন্যবাদ নেবেন
৬| ২৩ শে মে, ২০২৪ রাত ১১:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: অথচ লেখাটা সুন্দর হয়েছে।
২৪ শে মে, ২০২৪ সকাল ৯:৩৩
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২৪ দুপুর ১২:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।