নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ফ্রিল্যান্সার ডট কম

২৬ শে মে, ২০২৪ বিকাল ৩:৩৭

কাজের বুয়া ফ্রিল্যান্সার মাসে কামায় লাখ
হুমড়ি খেয়ে ডিগবাজি তায় পঙ্গপালের ঝাঁক
টিপলে বাটন মোবাইলটাতে ডলার আসবে রোজ
ডট কম কোচিং সেন্টার আমরাই দেব খোঁজ।

অমুকের বউ তমুকের ঝি হাতিয়ে নিচ্ছে সব
তোমরা মিছে মরছ ধুকে খুঁজতে খুঁজতে জব
বেকার বলে দিচ্ছি ছাড় আট হাজারের কোর্স
সাথে পাবেন লাইফটাইম আইটি হ্যাল্প সোর্স।

এই যে দেখুন মার্কেট প্লেস কাজের ডিমান্ড বেশ
গিগ বানালেই মিলবে কাজ খুশির নাইতো শেষ
দেরী কেন? ধার করে হোক আসুন ডট কমে
ওড়ছে টাকা ধরতে থাকুন যাচ্ছে খেলা জমে।
.............
এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়:
১) ডিজিটাল মার্কেটিং এর স্কিল ভাল হলে কাজ পাওয়া যাবেই
২) সবার পক্ষে সম্ভব না স্কিল তৈরী করা, প্রচুর সময় দিতে হবে
৩) এটা শেখা থাকলে জব এর জন্য বেশ উপযোগী, জব এর প্রতিটা কাজে এটা দারুণ সহযোগী, কাজের গুণমান ঠিক থাকবে
৪) এটা নিয়ে ভুল বোঝানো হয়, গৃহীনী এখন মাসে এক লাখ কামাচ্ছে এমন টাইপ হ্যাডিং দিয়ে ফোকাস করা হয়, এগুলো অতিরঞ্জিত, কাজ ভাল হলে অধ্যবসায় থাকলে সবাই ভাল করবে।
৫) একটা মোবাইল দিয়ে ফ্রিল্যান্স করুন এমন টাইপ হ্যাডিং দেখা যায়, এগুলো ভ্রান্ত, কেউ কেউ দুই একবার সফল হতে পারে, মোবাইল দিয়ে টুকটাক আয় হতে পারে কিন্তু প্রফেশনাল হতে হলে উপকরণ ঠিক থাকতে হবে।

তায় পরামর্শ থাকল জেনে বুঝে নামুন। ডিজিটাল কাজগুলো জানা থাকলে ইনকাম না আসলেও জীবনে চলার পথে চাকরী বা ব্যাবসা সকল বিষয়ে কাজে দেবে, কিন্তু হুট করে ইনকাম শুরু হবে এমন লোভে ফেলা ও পড়া উচিত নয়।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২৪ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব শিখতে চাই কিন্তু কিভাবে
সময়ই তো পাই না :(

২৬ শে মে, ২০২৪ বিকাল ৫:১২

বাকপ্রবাস বলেছেন: প্রচুর সময় দিতে হবে, আপনি কবিতায় থাকেন হা হা হা

আমি সারাদিন অপিষ করে আর সময় পাইনা, অপিষ শেষে অনলাইন ক্লাস করি কিন্তু প্র্যাকটিস করার সময় পাইনা

২| ২৬ শে মে, ২০২৪ রাত ১০:৫৯

সমূদ্র সফেন বলেছেন: MD ALAMIN HOSSAIN✔

Web Content Writer | Copywriter| Ghostwriter | Helping you make money with writing and marketing. Sharing what I've learned from 5+ years of Health Niche marketing experience |

২৭ শে মে, ২০২৪ সকাল ৯:১০

বাকপ্রবাস বলেছেন: ওরে বাবা ভুতটুত ভয় লাগে

৩| ২৭ শে মে, ২০২৪ রাত ১২:৫০

রোকসানা লেইস বলেছেন: নতুন দিগন্তের পথে মানুষ হাঁটবেই, কেউ আগে কেউ পরে

২৭ শে মে, ২০২৪ সকাল ৯:১২

বাকপ্রবাস বলেছেন: জ্বি, ফ্রিল্যান্স এর বিষয়গুলো স্কুল কলেজ এর পাঠ্য সাবজেক্ট হতে পারে। সবাই এর বিষয়ে ধারণা থাকলে জীবনে এবং কর্মক্ষেত্রে বেশ উপযোগি হবে

৪| ২৭ শে মে, ২০২৪ সকাল ৯:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি আজও ডলার ধরা শিখতে পারলাম না !

২৭ শে মে, ২০২৪ সকাল ৯:৪১

বাকপ্রবাস বলেছেন: সহজ, টাকার মতোই, কাউকে বলেন একটা ডলার আপনার দিকে তাক করে ধরতে, আপনি সেটা টাকার মতো ধরে পকেটে পুরে দিবেন

৫| ২৭ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

বিষাদ সময় বলেছেন: ভালো লিখেছেন...

২৭ শে মে, ২০২৪ রাত ৮:৫৩

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বিষাদ সময়

৬| ২৯ শে মে, ২০২৪ সকাল ১১:০৬

নয়ন বড়ুয়া বলেছেন: বেশ ভালো পয়েন্ট নিয়ে আলোচনা করলেন...

২৯ শে মে, ২০২৪ রাত ৮:১৫

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন ভাইযান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.