নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ত বেকার

৩০ শে মে, ২০২৪ দুপুর ১২:২৫

আমার এই অবস্থা
আপনার কী অবস্থা কমেন্ট করে জানান:

ছড়া লেখা হয়না
রান্নার পোষ্ট হয়না
ফেইসবুকে কম আসা হয়
ব্লগ পোষ্ট হয়ান
কারণ : ফ্রিল্যান্স কোর্সে যুক্ত আছি, তায় অন্যসব থেকে দূরে আছি কারণ সময় পাইনা
ফ্রিল্যান্স শিখে কী হবে? : হয়তো কিছুই হবেনা তবে অনেক কিছু হতে পারে, রিয়েল এর সাথে ডলার যুক্ত হতে পারে, আর অপিষের বিভিন্ন কাজ এর গুণমান বাড়বে নিশ্চিত। তায় ফ্রিল্যান্স কাজ শিখলে অপিষে ভাল পারফরম্যান্স দেখানোর সুযোগ আছে।
.
ব্যস্ত ভীষণ বেকার সাহেব
হরেক রকম কাজে
দিন দুপুরে সকাল হল
ব্যস্ত কম্বল ভাঁজে।

সকাল গেল দুপুর গেল
বিকাল মানে আড্ডা
আজ শিডিউল মিরপুরে
কালকে ছিল বাড্ডা।

রাত বারটায় ঢুকবে ঘরে
খাবেনা আজ রাতে
হাবিজাবি ঢের খেয়েছে
মন বসেনা ভাতে।

রাত্রি মানে ফেবু টিউব
ঘুম কী আর আসে
সকালে তায় ঘুমে বিভোর
স্বপ্ন দোলায় ভাসে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২৪ দুপুর ১:০৩

মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: শুভ কামনা রইল। শুভ এবং সাফল্য মন্ডিত হোক আপনার পথচলা।

৩০ শে মে, ২০২৪ দুপুর ১:১০

বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা এবং ভালবাসা জানবেন

২| ৩০ শে মে, ২০২৪ বিকাল ৩:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাপ রে বাপ অসাধারণ একটি কবিতা ! দারুন লাগলো। একটু অনুরোধ করবো: এত সুন্দর কবিতা লিখেছেন-শুধু নীচের তিন লাইনের জায়গায় একটি লাইন বাড়িয়ে ৪ লাইন করে দিলে আরো সুন্দর হবে।
শুভকামনা রইলো।

৩০ শে মে, ২০২৪ বিকাল ৩:৫৯

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন আপু, ওটা এডিট করতে গিয়ে ভুল হয়েছে, ছেটে ফেলেছি। আবারো ধন্যবাদ শুধরিয়ে দেবার জন্য

৩| ৩০ শে মে, ২০২৪ বিকাল ৪:৪৬

দীপ্ত একাত্তর বলেছেন: ব্যস্ত বানান কি ইচ্ছে করে ভুল লিখেছেন। বেকার সবসময় ব্যস্ত থাকে ভীষণ তাই তার হাতে ন্যস্ত করে না কেউ কিছু

৩০ শে মে, ২০২৪ বিকাল ৫:২৬

বাকপ্রবাস বলেছেন: বানার ভুল আমার অন্যতম সমস্যা। যদিও ব্যস্ত থাকি অপিষ কাজে, তবে ভুুলগুলো ব্যস্ততার জন্য না, জানিনা বলেই ভুল হয়।

ধন্যবাদ এক সাগর

৪| ৩০ শে মে, ২০২৪ রাত ৮:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কম্বলের ভাঁজে?

৩১ শে মে, ২০২৪ সকাল ৯:৩২

বাকপ্রবাস বলেছেন: বেকাররা সাধারণ কম্বল ভাঁজ করেনা................

৫| ৩০ শে মে, ২০২৪ রাত ৮:২৮

জিনাত নাজিয়া বলেছেন: আজকের সব কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। এতো সুন্দর কবিতার জন্য কবিকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৩১ শে মে, ২০২৪ সকাল ৯:৩১

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.