নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

কথাটা খুব দরকারী

৩১ শে মে, ২০২৪ সকাল ৯:৩৪

কথাটা খুব দরকারী
কিনতে গিয়ে তরকারি
লোকটা ছিল সরকারি
বলল থাক দর ভারী।

টাকায় কিনে ডলার
ধরলে চেপে কলার
থাকে কিছু বলার?
স্বর থাকেনা গলার।

ধলা কালা দু'ভাই
ছিল তারা দুবাই
বলল চল ঘানা যাই
চাইলে মন, মানা নাই।

যে কথাটা বলছিলাম
ঘুরপাক তো খাচ্ছিলাম
পড়লাম শেষে তার ছিড়ি
কথাটা বেশ দরকারী।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২৪ দুপুর ১:০২

বিষাদ সময় বলেছেন: ভাল লিখেছেন....

০১ লা জুন, ২০২৪ সকাল ১০:০৪

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বিষাদ সময়

২| ৩১ শে মে, ২০২৪ বিকাল ৩:৫৩

প্রামানিক বলেছেন: খুব সুন্দর ছন্দ কবিতা

০১ লা জুন, ২০২৪ সকাল ১০:০৪

বাকপ্রবাস বলেছেন: দাদাভাই ধন্যবাদ জানবেন

৩| ৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:২২

শায়মা বলেছেন: হা হা এটা কি তার ছেড়া কবিতা?

০১ লা জুন, ২০২৪ সকাল ১০:০৫

বাকপ্রবাস বলেছেন: হা হা ঠিক তায়.......................ধন্যবাদ আপু

৪| ৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

নয়ন বড়ুয়া বলেছেন: ছন্দময় মজার কবিতা...

০১ লা জুন, ২০২৪ সকাল ১০:০৫

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন নয়ন ভাই, ফান করেই লেখা

৫| ৩১ শে মে, ২০২৪ রাত ৮:২৯

করুণাধারা বলেছেন: খুব ভালো!

০১ লা জুন, ২০২৪ সকাল ১০:০৫

বাকপ্রবাস বলেছেন: ক রু ণা ধা রা খু ব ক রে ধ ন্য বা দ জা ন বে ন

৬| ৩১ শে মে, ২০২৪ রাত ১১:৩৩

আহমেদ জী এস বলেছেন: বাকপ্রবাস,



দারুন ছন্দবদ্ধ ছড়া কবিতা।

০১ লা জুন, ২০২৪ সকাল ১০:০৬

বাকপ্রবাস বলেছেন: খুব খুব খুব করে ধন্যবাদ জানবেন ভাইজান

৭| ৩১ শে মে, ২০২৪ রাত ১১:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বক্তব্য স্পষ্ট হলো না।

০১ লা জুন, ২০২৪ সকাল ১০:০৭

বাকপ্রবাস বলেছেন: স্পষ্টতো করাই হয়নি, এটা হল ঝুলে রাখা পদ্য/ছড়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.