নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

Love you ChatGPT

০৫ ই জুন, ২০২৪ সকাল ৯:৪১

চ্যাট জিপিটি অনেক কাজ সহজ করে দিয়েছে। শুধু প্রশ্ন করা জানলেই অভাবনিয় সব উপকার পাওয়া যাবে। যেমন ধরুণ আমি প্রশ্ন করেছি : শপিফাই স্টোর সেটআপ করতে হলে আমাকে কী কী কাজ করতে হবে? সঠিক এবং গুছানো একটা জবাব পাওয়া গেল, যেটা আমার খুব উপকারে আসবে। যে উত্তরটা আসল সেটা আমি নিজে গুছিয়ে লিখতে হলে আমাকে প্রচুর ইউটিউব লেসন দেখতে হতো যদি কারো সাহায্য না নিই। অথচ ChatGPT আমাকে সব গুছিয়ে জানিয়ে দিয়েছে, এবার আমার কাজ শুরু করার পালা।

ChatGPT
শপিফাই স্টোর সেটআপ করার জন্য আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে:

১. শপিফাই অ্যাকাউন্ট তৈরি
শপিফাই ওয়েবসাইটে যান: Shopify ওয়েবসাইটে যান।
সাইন আপ করুন: আপনার ইমেইল দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
বেসিক ইনফরমেশন পূরণ করুন: আপনার স্টোরের নাম, ঠিকানা, এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
২. থিম নির্বাচন এবং কাস্টমাইজেশন
থিম সিলেক্ট করুন: শপিফাই থিম স্টোর থেকে একটি ফ্রি বা পেইড থিম নির্বাচন করুন।
থিম কাস্টমাইজ করুন: থিম কাস্টমাইজেশন টুল ব্যবহার করে আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে থিম কাস্টমাইজ করুন। লোগো, কালার স্কিম, এবং ফন্ট পরিবর্তন করুন।
৩. পণ্য যোগ করুন
পণ্য যোগ করার অপশন: ড্যাশবোর্ডে "Products" সেকশনে যান এবং "Add Product" বোতামটি ক্লিক করুন।
পণ্যের তথ্য প্রদান করুন: পণ্যের নাম, বর্ণনা, ছবি, মূল্য, এবং স্টক তথ্য প্রদান করুন।
৪. পেমেন্ট গেটওয়ে সেটআপ
পেমেন্ট প্রোভাইডার নির্বাচন করুন: শপিফাই পেমেন্ট, PayPal, বা অন্যান্য তৃতীয় পক্ষের পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন।
পেমেন্ট ডিটেইলস পূরণ করুন: আপনার ব্যাংক তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
৫. শিপিং সেটআপ
শিপিং রেট নির্ধারণ করুন: আপনার পণ্যের শিপিং চার্জ নির্ধারণ করুন।
শিপিং মেথড নির্বাচন করুন: স্ট্যান্ডার্ড শিপিং, এক্সপ্রেস শিপিং ইত্যাদি মেথড যোগ করুন।
৬. ট্যাক্স সেটআপ
ট্যাক্স রেট সেট করুন: আপনার ব্যবসার উপর ভিত্তি করে প্রযোজ্য ট্যাক্স রেট সেট করুন।
অটোমেটিক ট্যাক্স ক্যালকুলেশন: শপিফাই স্বয়ংক্রিয়ভাবে ট্যাক্স ক্যালকুলেট করতে পারে, সেটি ইন্টারন্যাশনাল এবং লোকাল ট্যাক্স রেটের উপর নির্ভর করে।
৭. কাস্টম ডোমেইন যুক্ত করুন (ঐচ্ছিক)
ডোমেইন কিনুন বা কানেক্ট করুন: শপিফাই থেকে একটি নতুন ডোমেইন কিনুন অথবা আপনার বিদ্যমান ডোমেইন যুক্ত করুন।
ডিএনএস সেটিংস আপডেট করুন: ডোমেইন প্রোভাইডারের ডিএনএস সেটিংস আপডেট করে শপিফাই স্টোরের সাথে যুক্ত করুন।
৮. স্টোর সেটিংস কনফিগার করুন
স্টোর পলিসি সেট করুন: রিটার্ন পলিসি, প্রাইভেসি পলিসি, এবং টার্মস অফ সার্ভিস লিখুন এবং সেট করুন।
ইমেইল নোটিফিকেশন সেট করুন: অর্ডার কনফার্মেশন, শিপিং কনফার্মেশন ইত্যাদি ইমেইল নোটিফিকেশন কনফিগার করুন।
৯. স্টোর লঞ্চ
স্টোর রিভিউ করুন: সমস্ত সেটআপ এবং কনফিগারেশন ঠিক আছে কিনা তা রিভিউ করুন।
স্টোর লঞ্চ করুন: স্টোরের প্রাইসিং প্ল্যান সাবস্ক্রাইব করে স্টোরটি পাবলিক করুন।
১০. মার্কেটিং এবং এসইও
এসইও সেটআপ করুন: পণ্যের পেজ, কাস্টম পেজ, এবং ব্লগ পোস্টগুলির জন্য এসইও টাইটেল এবং মেটা ডিসক্রিপশন লিখুন।
মার্কেটিং ক্যাম্পেইন চালান: সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল এডওয়ার্ডস, এবং ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন চালু করুন।
এই পদক্ষেপগুলি অনুসরণ করলে, আপনি সহজেই আপনার শপিফাই স্টোর সেটআপ করতে পারবেন এবং ব্যবসা শুরু করতে পারবেন।







মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২৪ সকাল ১০:৪৯

শাহ আজিজ বলেছেন: ব্লগার নতুন আমায় নিয়ে চ্যাটজিপিটি থেকে আহরিত তথ্য ছাপানোর পড়ে বেশ অবাক হয়েছি । আপনি একধাপ এগিয়ে প্রোডাক্ট থিম নিয়ে খুব তথ্যবহুল আলাপ পেড়েছেন । ধন্যবাদ ।

০৫ ই জুন, ২০২৪ সকাল ১০:৫২

বাকপ্রবাস বলেছেন: হা হা হা ব্লগার নতুন আপনাকে চ্যাট জিপিটির থিম বানিয়ে নিয়েছে দেখছি ..........

২| ০৫ ই জুন, ২০২৪ দুপুর ১২:০০

অর্ক বলেছেন: সত্যি ভাই, এ আসলে অভাবনীয় ব্যাপার। একদম সঠিক তথ্য, যথাযথ দিক নির্দেশনা পাওয়া যায় চ্যাট জিটিপি থেকে। শ্রেষ্ঠ গাইড করে থাকে। সেটাও মাত্র দুতিন সেকেন্ডের ব্যাপার। সঠিকভাবে প্রশ্ন করতে পারলে, বিস্তারিত জানা যায়। এরকম একবার প্রশ্ন করলাম, কোয়ালিটি ফটোগ্রাফির জন্য এ চারটি ফোনের কোনটা ক্রয় করা ভালো হবে? ইউসার রিভিউ কি বলে? ওমনি সব টু দ্যা পয়েন্ট বিস্তারিত চলে এলো পাঁচ থেকে সাত সেকেন্ডে। যা সার্চ ইঞ্জিন থেকে ওয়েব সাইট ঘুরে জানা হতো অনেক সময়সাপেক্ষ। সেখানে বিভ্রান্ত হবার সুযোগও থাকে। সত্যি আমি চমৎকৃত হয়েছি। আপনার অভিজ্ঞতা জেনে ভালো লাগলো। লেখায় দরকারি কথা বলেছেন চ্যাট জিটিপি নিয়ে। এর একটি সহজ এ্যান্ড্রয়েড এ্যাপও আছে। যা খুব সাধারণ ও ইউজার ফ্রেন্ডলি। সবাই ব্যবহার করতে পারবে। আপামর জনসাধারণের জন্য, আমাদের সবার জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে চ্যাট জিটিপি। শুধু প্রশ্ন করুন। বারবার প্রশ্ন করুন। যা কিছু মনে আসে প্রশ্ন করে এখনই জেনে নিন।

আপনাকে অনেক ধন্যবাদ ও শুভ আগামীর ভরপুর শুভেচ্ছা জানাচ্ছি ভাই।

০৫ ই জুন, ২০২৪ দুপুর ২:৫১

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন অর্ক ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলায় প্রশ্ন করে বাংলায় জবাব পাওয়া যাচ্ছে

৩| ০৫ ই জুন, ২০২৪ বিকাল ৩:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিতো চ্যাট জিপিটি তে ঢুকতেই পারি না!

০৫ ই জুন, ২০২৪ বিকাল ৫:১৬

বাকপ্রবাস বলেছেন: কেন ? দরজা বন্ধ করে রাখে?

৪| ০৫ ই জুন, ২০২৪ বিকাল ৫:৪৫

নতুন বলেছেন: গুগুলে থেকে তথ্য বিভিন্ন সাইট থেকে নিজের খুজে নিতে হয়। আর চ্যাট জিপিটি নিজেই দরকারী সকল তথ্য একসাথে একটা ফরমেটে খুবই কম সময়ে দিচ্ছে, এই কারনেই এটা খুবই জনপ্রিয় হচ্ছে।

আমি বাংলা বানান ভুল এড়ানোর জন্য এখন থেকে ব্যবহার করবো বলে ঠিক করেছি। :P


মরুভুমির জলদস্যু ভাই। আপনি ব্রাউজার পরিবর্তন করে দেখতে পারেন। আমিও কিছুদিন আমার এক ব্রাউজারে ব্যবহার করে পারিনাই। পরে নতুন লিংক দিয়ে এখন ঠিকই কাজ করছে। https://chatgpt.com/?oai-dm=1

০৫ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

বাকপ্রবাস বলেছেন: বুদ্ধি ভাল দিয়েছেন, বাংলা বানা ঠিক করার জন্য এই বেটাকে কাজে লাগানো যায়

৫| ০৫ ই জুন, ২০২৪ রাত ১০:৪৮

অপু তানভীর বলেছেন: চ্যাট জিপিটি আমার কাজে প্রচুর সাহায্য করে। আগে যে কাজ করতে আমার দুই ঘন্টা লাগতো এখন সেটা দশ পনের মিনিটেই হয়ে যায়!

০৬ ই জুন, ২০২৪ সকাল ৯:০৮

বাকপ্রবাস বলেছেন: সময় বাঁচায় আর চিন্তা বাঁচায়, অনেক খাটুনির কাজটা মুহুর্তেই করে দিচ্ছে

৬| ০৬ ই জুন, ২০২৪ রাত ১:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আধুনিক যুগের সহকারী ।
................................................
তবে সব কথার উত্তর দিতে পারে না ।
ডাটা বেইজে যা আছে তা খুব চটপট উত্তর দেয় ।
আমি আশাবাদী এর আরও উন্নয়ন ঘটবে ।

০৬ ই জুন, ২০২৪ সকাল ৯:১০

বাকপ্রবাস বলেছেন: আপডেটতো হতেই থাকবে, অনেক কাজ সহজেই করে দিচ্ছে দারুণ ব্যাপার

৭| ০৬ ই জুন, ২০২৪ ভোর ৬:৩৩

মৌরি হক দোলা বলেছেন: চ্যাটজিপিটি আমাদের মতো স্টুডেন্টদের বিপদের বন্ধু। একটা রাইটিং কোর্সের সব থিওরি পড়েছিলাম এটার সাহায্যে- কারণ অন্য কোথাও ম্যাটারিয়ালস পাচ্ছিলাম না্। :P

০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:২৭

বাকপ্রবাস বলেছেন: আগে সবাই গুগল এর সাহায্য নিতো এখন এটারও নেবে। এবং যারা এটার ব্যাবহার করবে আর যারা করবেনা তাদের কাজের তারতম্য এর গ্যাপটা একটু বেশী হবে। জিপিটা অনেক তথ্য গুছিয়ে সামারি করে দিচ্ছে যেটা নিজেনিজে করতে গেলে অনেক সময় ও পরিশ্রলব্ধ ব্যাপার

৮| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ জিনিষ । তবে ভবিষ্যতে অনেকের চাকরী কেড়ে নেবে।

০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:৩৩

বাকপ্রবাস বলেছেন: আমাদের কোম্পানীতে প্রথম একটা ম্যানুয়াল মেশিন ছিল
পরে দুই তিনটা অটোমেটিক মেশিন চালু হল।
ম্যানুয়ালে মানুষ লাগত ৪/৬ জন
অটোমেটিক এ লাগে ২জন
এবার রেজাল্ট দেখা যাক
মেনুয়ালে প্রোডাক্ট বেশী, হরেক রকম কাজ করা যায়, অটোমেটিকে যায়না, ওড থিকনেস কম বেশী হলে মেনুয়ালটা ব্যবহার করতে হয়
মেনুয়ালে ঠিক করার জন্য মেকানিক ছিলনা, এখন অটোমেটিক ঠিক করার জন্য ম্যাকানিক লাগছে

ওইযে বলছেন চাকরী কেড়ে নেবে সেখানে আসি, দুইজন লেবার কমে গেছে উল্টো মেকানিক এর জব হল। এভাবে এডজাস্ট হয়ে যাবে, এক খাতে কমলেও অন্য খাতে বেড়ে যাবে এবং সেখানে কর্মসংস্থান হবে
ক্ষতি হবে যার যাবে সেই সেক্টরে, এখানে লেবার সেক্টরে ক্ষতি হবে কিন্তু অন্য সেক্টরে লাভবান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.