![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
We know what we are but not what we may be
বাবা,
নিতান্তই আপন একটি ডাক
যাকে দেখলে সব ভয় দূর হয়ে যায়
যার দিকে তাকালে সব চিন্তা দূর হয়ে যায়
মাথায় যিনি পরম আদরে হাত বুলিয়ে দেন
নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে হয়
যে ঘুমিয়ে থাকে নিজের সন্তানেরই অন্তরে
নিয়ন্ত্রন করে সবকিছুই
যার স্নেহ ছাড়া সব কিছুই তুচ্ছ মনে হয়
আব্বু তুমি অনেক দূরে চলে গেলে
না বলা কথা
যার কিছুই বলতে পারিনি তোমাকে
বলতে পারিনি,
কতটা ভালোবাসি তোমাকে
বলতে পারিনি,
কতটা শ্রদ্ধা করি তোমাকে
আজ তোমাকে হারিয়ে
এই নির্মম পৃথিবীতে টিকে আছি
তুমি কখনও বুঝতে দাওনি
কতটা নিষ্ঠুর,কতটা কঠিন এই পৃথিবী
আমাকে বলা সব কথাই মনে আছে,ভুলিনি কিছুই
অশ্রুসিক্ত নয়নে শুধুই প্রার্থনা করি খোদার কাছে
হে খোদা,আমার বাবাকে সব সময় সুখে রেখ
আমার জীবনের বিনিময়ে হলেও
তাকে স্বর্গে বসিয়ে রেখ...........
- ফেরদৌস আজাদ সাদি
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
মাক্স বলেছেন: ++++++++++