![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
We know what we are but not what we may be
সংগ্রামী কিছু চেতনা
অজস্র কণার সমন্বয়ে গড়ে উঠা
কিছু অস্পৃশ্য আবেগ
আমি যেন আর আমি থাকি না
অন্য কেউ হয়ে যাই
আকাশে মেঘ
হিংস্র জন্তুর মত কিছু গর্জন শোনা যাচ্ছে
রুমে বসে জানালা দিয়ে দেখছি চারপাশ
আশপাশ অগোছালো
ছড়ানো ছিটানো বই,সিগারেটের প্যাকেট
বালিশ,কাথাঁ আর কিছু নির্মম স্মৃতি
ইনসমনিয়াতে আক্রান্ত মন
অকারন ভীতি
স্মৃতি গুলো আজো তাড়াচ্ছে আমাকে
হিংস্র বাঘের মত ভয়ঙ্কর হয়ে উঠেছে
আমি দৌড়াচ্ছি,পৃথিবী নামক অরণ্যে
আর্তনাদ আমার,কেউ শুনছে না
আর কত,আর তো পারিনা
এর চেয়ে তো সায়ানাইডে মিশানো
এক টুকরো আপেল অনেক আনন্দের
সব ঝামেলার অবসান
মুক্তি দাও প্রভু
এভাবে আর হাতের পুতুল বানিয়ে খেলোনা
পুতুল তো ভেঙ্গে যাচ্ছে
কিছু নিষ্পেষিত কিছু অবহেলিত
ইচ্ছা বাসা বেধেছিল হৃদয়ে
পুরন করার পরই বোধহয় ডাক আসবে
হয়তোবা...............
(ফেরদৌস আজাদ সাদি)
২৩ নভেম্বর,২০১১ ইং
©somewhere in net ltd.