নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভিনদেশী তাঁরা

আমি সেই আলো খুঁজে বেড়াই যেই আলোতে আমার দু চোখ প্রশান্তি পাবে। মৌনতার অবসান ঘটবে।

সাদি আজাদ

We know what we are but not what we may be

সাদি আজাদ › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তন ও মনের বিবর্তন

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৪

মনের মধ্যে যেন এক বিষাক্ত ফোঁড়া সৃষ্টি হয়েছে

পুঁজ আর দূষিত রক্ত মিশানো কুৎসিত কদাকার এক ফোঁড়া

আজ অস্তিত্তের রন্ধ্রে রন্ধ্রে অমানবিক কষ্ট গুলো আটকে আছে

অন্তরের অন্তস্থলের মাঝে ভয়ঙ্কর আর অনুভূতিগুলোর অমানুষিক আর্তনাদ

আমাকে কি এভাবেই সৃষ্টি করা হয়েছিল?

মাতৃগর্ভে মাঝে সঠিক একটা গঠন হিসেবে আমার কোষ গুলো বিভাজিত হচ্ছিলো

সেই ফিটাস টা মনিটরের স্ক্রিনে দেখে তৃপ্তির ঝাঁপটা লাগছিল কিছু মানুষের চোখ

অমানুষিক কষ্ট আর চিৎকার এর মাঝে,বিধাতার করুনার মাঝে দিয়ে

নিষ্পাপ একটা মুখের প্রতিয়মান হয়েছিল পরম আপনজনেরা

আনন্দের প্রতিধ্বনি বের হয়েছিলো চারপাশ জুড়ে

একটু একটু করে সময়কে ফাঁকি দিতে দিতে তৈরি হয়েছিলো একটি সত্তা

সৃষ্টিকর্তার অসীম বুদ্ধিমত্তার এক ফোঁটা এই মানবের মাঝে ঢুকিয়ে দেয়া হয়

কিন্তু এই নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুরতার আড়ালে

বিশুদ্ধতম চিত্তটির ক্ষণে ক্ষণে বিস্ফোরণ ঘটতে থাকে

মিলিয়ন মিলিয়ন কেলভিন তাপমাত্রার ফিউশন বিক্রিয়া ঘটতে থাকে প্রতিটা কোষের নিউক্লিয়াসে

নতুন আকার ধারন করতে থাকে ডিএনএ গুলো

চিন্তাশক্তির ধংস ঘটিয়ে দেয় শরীরের স্নায়ুতন্ত্রের গঠন পরিবর্তন করে

এই ধ্বংসযজ্ঞের আড়ালে তৈরি হয় একটা দানব

সেই দানব টা তার চারপাশ জুড়ে রক্তমাংস স্তুপ করে

মানবতা,চিন্তা-চেতনার নামগন্ধ তার থেকে উঠে যায়

হত্যা করতে থাকে দিনের পর দিন

নিজের সত্তা কে

রক্তক্ষয়ী সংঘর্ষে মেতে উঠতে থাকে সেই দানব টা

আগুনের লেহিলান শিখার মাঝে মাতম করে

তার দুমড়ে মুচড়ে যাওয়া অনুভুতিরা তার চারপাশে বিলাপের সুর করে

এভাবেই শেষ হয় একটা বিষফোঁড়া মন নিয়ে জীবন্ত থাকা একটা দানবের গল্প

হয়তবা এভাবেই আমি শেষ করব আমার জীবনের এই জঘন্য গদ্য......।।



- ফেরদৌস আজাদ সাদি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.