![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
We know what we are but not what we may be
পথভ্রান্ত পথিকের গল্প
- Ferdous Azad Sadi (ফেরদৌস আজাদ সাদি)
আমি এক পথভ্রান্ত পথিক
জানালা দিয়ে যখন বাইরে দেখি
দেখি ধ্বংসস্তূপের মাঝে লড়াই করছে প্রকৃতি
আমি এক পথভ্রান্ত পথিক
আকাশের দিকে যখন তাকাই
মনে হয় বিষাক্ত ধোঁয়ার কুণ্ডলী গুলো
মেঘ হয়ে আকাশ দখল করে নিচ্ছে
আমি এক পথভ্রান্ত পথিক
যখন বাতাসের শব্দ শুনি
ধরণীর করুণ আর্তচিৎকার গুলো
যেন কানে ভেসে আসে
আমি এক পথভ্রান্ত পথিক
যখন ভিড়ের মধ্যে গিয়ে দাড়াই
মনে হয় যেন মানুষ রুপি দানব গুলো
শিকার আর হত্যা করছে চারপাশে
আমি এক পথভ্রান্ত পথিক
যখন নিদ্রার মাঝে স্বপ্ন বুনি
তখন দেখি অসহায়ের মত মরুভুমির ধু ধু প্রান্তরে
হন্য হয়ে প্রান নিয়ে পালাচ্ছি
আমি এক পথভ্রান্ত পথিক
যখন আলো হাতে নিয়ে পথ খুঁজি
সেই আলো তখন অন্ধকার হয়ে যায়
আর এই অন্ধকারের মাঝেই আমি
প্রতীক্ষায় রই অনন্তকাল
সময়ের পালাবদল হতে থাকে
জীবন থেকে প্রতিটা মুহূর্তও আস্তে আস্তে মুছে যেতে থাকে
স্মৃতিগুলোও বিলীন হয়ে যেতে থাকে
বিলীন হতে থাকি আমিও ............
(৯ চৈত্র ১৪১৯)
২| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৪
জাহাঙ্গীর জান বলেছেন: ঝটিল হয়েছে ভাই,:-) +++
৩| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩
আরজু পনি বলেছেন:
এতো হতাশ হলে চলবে কেমন করে?!
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি এক পথভ্রান্ত পথিক পড়তে গিয়ে নিজেকেই খুঁজে পেয়েছি। + রইলো। আমার নাম আপনার কবিতার সাথে মিলে যায়