![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
We know what we are but not what we may be
আজ আমি কিসের গল্প লিখি?
- ফেরদৌস আজাদ সাদি
আজ আমি কিসের গল্প লিখি??
শৈশবে বাবার আঙ্গুল ধরে হাঁটা ছেলেটার?
নাকি সেই অসহায় মানুষটির?
যে বহুকাল ধরে একটু খানি তৃপ্তির স্বাদ খোঁজে
আজ আমি কিসের গল্প লিখি?
রক্তিম সূর্যে গগণ লাল
সবুজ ধানক্ষেতের মাঝে সেই সকাল
নদীর জলে ভরা কলসি নিয়ে হেঁটে যায় গৃহের নববধূ
কচি মন তারে করেছে মহান
আমি কি লিখি তারই শোষিত মনের আখ্যান?
আজ আমি কিসের গল্প লিখি?
অন্ধ গলিতে নিশীথ রাতের অন্ধকারে
নিষিদ্ধ নারী একা দাড়িয়ে কাঁদে
ধর্ষিত মন তার প্রতিনিয়ত করে তার শরীর বিক্রি
সেই অন্ধকারের মাঝে দাড়িয়ে কেউ কি দেখে তার করুন দৃষ্টি?
আমি কি তারই গদ্য লিখি?
আজ আমি কিসের গল্প লিখি?
আমার মাঝে আজ অনেক ক্লান্তি
যেদিকেই আমার চোখ যায়
যেখানে আমার মস্তিষ্ক চিন্তা করে
সূচের মত করে কষ্টগুলো বিঁধে যায় আমার বুকে
আজ আমি চারিপাশে অন্ধকার দেখি
যাত্রার পথের পরতে পরতে লুকিয়ে থাকা কষ্ট খুঁজি
আমি আর পারি নাকো
আমি তো আর পারি না
এই বিষাদ মাখা মুহূর্তের প্রতিচ্ছবি
আমার চোখের অন্তরালে ভাসে
সময় চলে যাবে
কাগজের পাহাড় জমবে
কলমের কালিও ফুরিয়ে যাবে
এই বিরহ আমাকে দেবে না কোনো ছুটি
আজ আমি কিসের গল্প লিখি?
আজ আমি কিসের গল্প লিখি?
©somewhere in net ltd.