নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভিনদেশী তাঁরা

আমি সেই আলো খুঁজে বেড়াই যেই আলোতে আমার দু চোখ প্রশান্তি পাবে। মৌনতার অবসান ঘটবে।

সাদি আজাদ

We know what we are but not what we may be

সাদি আজাদ › বিস্তারিত পোস্টঃ

ছেলেটি

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

ছেলেটি

- ফেরদৌস আজাদ সাদি



বহুদিন আগে জন্মেছিলো একটি ছেলে

ময়লা আবর্জনায় ভরপুর পথের প্রান্তরে ডাস্টবিনের পাশে

সেই মা যে ছেলেটিকে জন্ম দিয়েছিলো

মেয়েটা অভাগিনী ছিল

ছিল সমাজের মাঝে অপমানিত ও অবহেলিত

কোন দুয়ারেই স্থান পেল না সে

তীব্র যাতনার মাঝে কাতরাতে কাতরাতে

সেখানকার পরিবেশ ভারী ছিল মধ্যরাতে

মেয়েটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো

ছেলেটিকে বুকের মাঝে রেখে

রাত পেরিয়ে সকাল আসলো ধরণীর কোণে

আশেপাশে পথচারীদের পারাপার

আলিশান গাড়ি ঘোড়ায় চড়া মানুষদের যাতায়াত

কেউ সেখানে ফিরে তাকাল না

ডাস্টবিনের পাশে পড়ে থাকা ছেলেটার আর্তনাদ কেউ শুনল না

সেই ময়লার মাঝে সে বড় হতে লাগলো

এক মুঠো ভাতের জন্য দারে দারে ভিক্ষা করলো

কেউ তাকে আপন করে নিলো না

পান করার জন্য একগ্লাস পানিও দিলো না

কাঁদতে কাঁদতে ছেলেটা হেটে যেত রাস্তার পাশ দিয়ে

ভিড়ের মাঝে সে বার বার খুঁজত তার মাকে

যে জড়িয়ে রাখবে তাকে পরম স্নেহে

মমতা মাখানো মুহূর্ত গুলো উপহার দিবে তাকে

এই কঠিন বাস্তব বুঝত না এই শিশুটি

শুধু নালিশ করত এই সমাজের প্রতি

আজ বহুদিন পার হয়ে গেল

এখনও শোনা যায় সেই ডাস্টবিনের কাছে

মা মা ডাকতে থাকা নিষ্পাপ ছেলেটিকে।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

মাক্স বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.