নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভিনদেশী তাঁরা

আমি সেই আলো খুঁজে বেড়াই যেই আলোতে আমার দু চোখ প্রশান্তি পাবে। মৌনতার অবসান ঘটবে।

সাদি আজাদ

We know what we are but not what we may be

সাদি আজাদ › বিস্তারিত পোস্টঃ

মা, তুমি ভালো

১২ ই মে, ২০১৩ রাত ১২:০৫

মা, তুমি ভালো

-ফেরদৌস আজাদ সাদি



দিন শুরু হয় তোমার ডাকে

পছন্দের খাবার টেবিলে সাজানো থাকে

খেয়ে দেয়ে বের হই সকালে

না খেয়ে দুশ্চিন্তা করো আমাকে নিয়ে

তুমি যেন স্বস্তি পাও রাতে বাড়ি ফিরে আসলে

এক গ্লাস পানি হাতে দাড়িয়ে থাকো আমার দরজার সামনে

এসে আমি ব্যাস্ত থাকি মিথ্যে জগত নিয়ে

অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পরো তুমি খাবার টেবিলে

যা চাই সবই তো দাও,

এর বদলে তুমি শুধু আমার ভালই চাও,

কখনো আমার ব্যাবহারে তুমি কষ্ট পাও,

কখনো মানুষের দেয়া চোখের জল তোমার আঁচল দিয়ে মুছে দাও

বিরহের মাঝে থেকেও স্নেহের ডোরে বেঁধে রাখো

নিজের সব ইচ্ছে ভুলে গিয়ে শুধু আমাকে নিয়েই স্বপ্ন দেখো

মা,তুমি কেন এত ভালো? মা,তুমি পৃথিবীর শ্রেষ্ঠ,

ভুলগুলোকে ক্ষমা করে দিও;

এত কষ্ট দেয়া সত্ত্বেও আদরে আগলে রেখেছ আমাকে

স্বার্থপর আমি কখনো বুঝিনি তোমাকে

সুখের সময় গুলোতে ভাবিনি তোমার কথা

কিন্তু কষ্টের সময়ে তুমি ভুলনি আমাকে সঙ্গ দেয়া

এত মমতা,এত ভালবাসা-না দিলেও পারতে

কিন্তু সত্য একটাই-তোমার আদর ছাড়া আমি পারিনা থাকতে

মা,তোমায় অনেক বেশী ভালবাসি,

এই নিষ্ঠুর পৃথিবীতে তোমার কারনেই তো বেঁচে আছি।।

----------------

বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মা দের প্রতি শ্রদ্ধা জানাই।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ রাত ১২:১৭

খেয়া ঘাট বলেছেন: প্বথিবীর সব মায়েরা ভাল থাকুক, সন্তানদের নিয়ে সুখে থাকুক।

২| ১২ ই মে, ২০১৩ রাত ১২:৪০

আমি মাসুদ বলেছেন: মা'র অভিশাপ কখনো সন্তানের
গায়ে লাগেনা ।
দোয়া গায়ে লাগে, অভিশাপ
গায়ে লাগেনা । হাঁসেরগায়ের
পানির মত অভিশাপ
ঝরে পড়ে যায় |
___ হুমায়ূন আহমে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.