![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
We know what we are but not what we may be
যুদ্ধের সময় টায় মানুষের একমাত্র চিন্তা ছিল দেশ টা কিভাবে স্বাধীন হবে। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল দেশ থেকে পরাধীন শক্তি টা দূর করার জন্য। যুদ্ধের আগে বিক্ষোভ,মিছিল, আন্দোলন ,সমাবেশ হত দেশের মানুষ কে এক করার জন্য, পাকবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। দেশের মানুষ চাইতো দেশ টা শুধু তাদের থাক।আর কিছুই না।
দাবি ছিল একটাই,স্বাধীন দেশ।
কিন্তু আজ ভাবতে বড়ই কষ্ট হয় যে রাজনৈতিক দল গুলো নিজেদের ভেতর যুদ্ধ করে ক্ষমতা দখলের জন্য। মানুষ হত্যা করে, নিরীহ মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেয় চোখের নিমিষে,শুধু কয়েকটা আসনের জন্য। সংখ্যালঘু রা তো যুদ্ধের সময়ে পাকিস্তানিদের ভয়ে থাকতো। কিন্তু এখন পাকিস্তানিদের রেখে যাওয়া কিছু শুক্রানু থেকে গড়ে উঠা কিছু মানুষ আবার সেই পরিস্থিতি তৈরি মরিয়া হয়ে উঠেছে।
আজ রাস্তায় বের হয়ে দেখি ঘর বাড়ি জ্বলছে,বাবার জন্য খাওয়া নিয়ে যাওয়ার সময় নিহত ছোট্ট বাচ্চাটার পাশে তার মা চিৎকার করে কাঁদছে , শুধু সাক্ষী দেবার কারনে নৃশংস ভাবে মারা হয়েছে একজন মানুষ কে এরকম এক দুইটা না... গত ১ টা বছরে প্রতিদিন এরকম অসংখ্য ঘটনা ঘটে চলছে। কিন্তু ক্ষমতালোভীদের তো কোন বিকার নেই। তারা নিশ্চিন্তে নতুন করে একটা যুদ্ধে নেমেছে। গণতন্ত্রের ধারা তৈরিতে অনেক ব্যস্ত তারা। এইসব তুচ্ছ ব্যাপারে সময় নষ্ট করার ও সময় নেই তাদের।
এই দিন দেখার জন্য ৩০ লক্ষ বাঙালী তাদের জীবন বিসর্জন দিয়েছিল ??? এই দেশ গড়ার জন্য মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলো ??? প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা দেশ টার জন্য কি আমরা স্বাধীনতা অর্জন করেছি ???
তাহলে দরকার নেই এই স্বাধীনতার। দেশ পরাধীন ই থাকতো। কারন তখন আর এখনকার মধ্যে খুব বেশী পার্থক্য আমি চোখে দেখতে পাই না।
৭১ এর ত্যাগের প্রকৃত কৃতজ্ঞতা আর মর্যাদা দেয়া আমরা কবে শিখবো জানি না। হয়তবা অদূর ভবিষ্যতে...
জয় বাংলা।।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০
সাদি আজাদ বলেছেন: এই মিলিশিয়া এভাবেই কি মারতে থাকবে মানুষ কে? আর কত লাশ দেখবো ।। আর কত রক্ত ঝরবে? এরা কি থামবে না?
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৬
পাঠক১৯৭১ বলেছেন: পাকিস্তান বাংলাদেশের বিকলাং মগজ ও আবর্জনাদের থেকে মিলিশিয়া গঠন করে, জাতির বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেছে।