![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
We know what we are but not what we may be
রাতের পর সেই রাত
গভীর থেকে গভীরতর মুহূর্তগুলো আসে
মন টায় তখন অশরীরি কিছু ভর করে
ঘড়ির কাঁটাও যেন শব্দের আগেই ফিসফিস করে
ওই সময়টা অনেক কথা বলে
মুখ লুকিয়ে হাসে
চিত্রগুলি তখন তাদের খোলস পাল্টায়
অবিরাম যাত্রার মাঝে বহুরূপ দেখায়
বাস্তবতা তখন কাল্পনিক হয়
সত্যিদের হয় উল্লাসধ্বনি
এই শহর,এই দেশ কিংবা মহাবিশ্ব
তোমরা সবাই এক
এক ভাষাতেই তোমরা কথা বলো
বিভ্রান্তিই তোমাদের ধর্ম
তোমরা রহস্য পছন্দ করো
মায়াজালকে আবেগ বানাও
কখনোবা সময়কে দরজা
বন্ধ কামরাগুলো আর অন্ধকার রঙিন আলো
এই তো তোমাদের খেলা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৩:০৮
একজন অমানুষ বলছি বলেছেন: ভালো লাগলো