| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুমিকম্পের সকালে মসজিদগুলোতে উপচে পড়া ভীড়। কামিজ আর সেন্ডো গেন্জির ভিতরে জানটা আছে দেখেই দিলেন সেইরকম একটা সেলফি।
আপনার মাটিতে মাথা ঠোকা নিয়ে আল্লাহর সেরকম কোন আগ্রহ নেই। তিনি আর রহমান, আর রাহীম, আল কাইয়ুম, আপনার ইবাদত ছাড়াই তিনি অনন্তকাল ছিলেন, আছেন এবং থাকবেন। ফজরে আপনাকে রোজ উঠাতে উনার কম্পন দেয়ার দরকার নাই। কম্পন দিয়েছেন আপনাকে তার দেয়া মগজ থেকে মরিচাগুলোকে একটু সরাতে। আরেকবার যখন পৃথীবিতে আসার জন্য কান্নাকাটি করবেন, তখন যেন বলতে না পারেন আপনাকে সতর্ক করা হয়নি।
নাস্তিকদের সাথে, অমুসলিমদের সাথে অনেক ঝগড়া করেছি, অনেক বিতর্ক করেছি। বুঝে করেছি, না বুঝে করেছি। জেনে করেছি, গাধার মত না জেনে আরও বেশী করেছি। তর্ক করেছি "হামছে বাড়া কন হ্যায়" প্রমান করার জন্য, বিতর্ক করেছি আল্লাহর রহমত পাওয়ার জন্য। জিতেছি, হেরে হতাশও হয়েছি। আর হবনা, নিরপরাধ মানুষকে চোখ বেধে পেছন থেকে বিশ বাইশটা গুলি করার ভিডিও দেখলেওনা।
যিনি জন্মেই ইনসাফ করে দিয়েছেন, তিনি মৃত্যুর পরেও করবেন। ইনশাআল্লাহ।
"নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।" বাকারাহ-১৫৬
https://www.facebook.com/sadiulhuqq/posts/948572165179131?notif_t=notify_me_page
©somewhere in net ltd.