নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কণ্ঠ কুণ্ঠিত

https://www.facebook.com/blogger.sadril

সাদরিল

নেই কোন বৃত্তান্ত, একই বৃত্তে ঘুরতে ঘুরতে হচ্ছি শ্রান্ত

সাদরিল › বিস্তারিত পোস্টঃ

বৈশাখী অকাব্য (কাব্য লেখার ক্ষমতা নাই, তাই অকাব্য লিখে কবি হবার স্বাদ নেই)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

লাশ ঝড়া উৎসবের উত্তাপ মেখে

আমার নববর্ষ উদযাপন হবে না

যন্ত্রনাকাতর মানুষের আর্তনাদ ভুলে

আমি যন্ত্রের মতো 'ভ্যাপু' 'ভ্যাপু' বাশি বাজাবো না

চারিদিকে ফুল ভলিউমে বাজে মৃত্যুসঙ্গীত

এর মাঝে 'এসো হে বৈশাখ'কে মনে হয় মিরাক্কেলের জোকস

বঙ্গ ললনার সাদা শাড়ি লাল-পাড় এই চোখে ভিডিও গেম

কর্পোরেট মরিচিকা খুবলে খায় ঐতিহ্যের মরুভূমিকে

সেই ভোজে ভাগ বসায় জংলী রাজনীতি

কেউ যদি পারো সবকিছু এডিট করো

লাশ স্তূপকে ফটোশপে গড়ে দাও ফুল গুচ্ছ

মানুষ্য আর্তনাদ হয়ে উঠুক ওপেরা

কর্পোরেট বেনিয়াদের ঢুকিয়ে দাও বায়োস্কোপের কাঠামোতে

চুবানি খেতে খেতে রাজনীতি করে নিক গংগাস্নান

তারপর আমায় করো আহবান

"এসো হে সাদরিল,

এসো প্রানের মেলায়, প্রাণ খিলিয়ে, দাত কেলিয়ে

বৈশাখী ঝড়ে লুঙ্গি উড়িয়ে"

আমি তারপর উদ্বাত্ত কণ্ঠে বলবো,

"না, আমি যামু না, আমার ভাল্লাগে না"।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

আশিক সীমান্ত বলেছেন: আপনার লেখা কবিতাগুলোর মধ্যে এটা বেশ ভাল লেগেছে।মনে হচ্ছে অনেকগুলা না বলা কথা এক সাথে বলে ফেলেছেন।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

সাদরিল বলেছেন: ধন্যবাদ। তোমার দেয়া কমেনটগুলোর মধ্যেও এটা সবচে সেরা হয়েছে।

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার লাগল।
ফিরে আসা স্বাগতম। :)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২

সাদরিল বলেছেন: ধন্যবাদ

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

লিংকন১১৫ বলেছেন: ভাই এটা কোন ক্যাটাগরির কবিতা

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

সাদরিল বলেছেন: াআমি নিজেও শিউর না।তাই নাম দিলাম অকাব্য

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

মামুন রশিদ বলেছেন: তবুও শুভ নববর্ষ ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

সাদরিল বলেছেন: শুভ নববর্ষ ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৪

ফার্ুক পারভেজ বলেছেন: অসাধারন।

তব কাব্যের এই ঝংকার
জাগ্রত করে মোর বিবেক ধুলিস্যাৎ করে মিথ্যে অহংকার।

কিসের আমার পান্তা-ইলিশ কিসের আমি বাংগালি
যখন অন্য ভূমির সবাই মোরে দেখলে ঠোট নাড়িয়ে দেয় গালি ।
কিসের আমি বাংগালি ?

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৯

সাদরিল বলেছেন: ধন্যবাদ

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: এসো হে সাদরিল,
এসো প্রানের মেলায়, প্রাণ খিলিয়ে, দাত কেলিয়ে
বৈশাখী ঝড়ে লুঙ্গি উড়িয়ে"
আমি তারপর উদ্বাত্ত কণ্ঠে বলবো,
"না, আমি যামু না, আমার ভাল্লাগে না"।

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সাদরিল বলেছেন: এই ৫টা লাইনই কাব্যটাকে অকাব্য বানিয়ে দিলো :)

৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: এই ক্যাটাগরির নাম - ভাব গম্ভীর রম্য !!

হাহাহাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.