![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেই কোন বৃত্তান্ত, একই বৃত্তে ঘুরতে ঘুরতে হচ্ছি শ্রান্ত
রাতের সাইবার স্নান সেরে নিতে
ডুব দিয়েছি ফেসবুক সাগরে।
নিউজ ফিডের স্রোতে ভাসতে ভাসতে,
জিভে ধাক্কা দেয় স্ক্রিণের হালকা নীল লবনক্ততা।
ভার্চুয়াল জলরাশির উপর মাথা তুলে প্রতিবারের মতোই হতাশ হতে হয়;
আমাকে উদ্ধারে অপক্ষায় নেই কোন রেসকিউ জাহাজ।
হাজারো কিবোর্ডের ছাপঘেরা ছায়াঘেরা দ্বীপে পদচারণা করেছি বটে,
তবে স্টকপুলের রোমান্টিক ব্লু লেগুনকে তা মনে করিয়ে দেয় না।
চ্যাট লিস্টের অনেকের ভীড়ে,
আমার ইলেকট্রনিক সত্তা হয়ে যায় দ্বীপের নিঃসঙ্গ রবিনসক ক্রুসো।
ব্যাথার সেই দ্বীপ হতে ফিরতি সাতারে আবার নিজ তীরে ফিরে আসি।
ক্ষোভে শাট ডাউন করে দেই সাইবার সমুদ্রকে,
ফেসবুকের চ্যাট না জমুক,আজ তীরে বসে চ্যাট জমাবো চাঁদের সাথে।
রিওয়াইন্ড করবো ফেলে আসা দিনগুলি।
চাঁদকে পাঠিয়ে দিলাম ফ্রেন্ড রিকুয়েস্ট,
কিন্তু একসেপ্ট করার কোন নামগন্ধ নেই!
মেঘের রাজ্য দেয় না আমায় কোন নটিফিকেশন,
আকাশটাতেও নেই কোন সার্চ অপশন।
নাকি চাঁদ আমায় ভেবেছে কোন ফেক আইডি?
একসেপ্ট না করে উল্টো ব্লক মেরে দিলো বুঝি?
অথবা এমনও হতে পারে আকাশের সার্ভার আজ ডাউন,
চাঁদের ব্রাউজার লোড হতে পারছে না শত চেষ্টাটেও।
কিংবা কে জানে, চাঁদ হয়তো ভুলে বসেছে আকাশে লগইন করার পাসওয়ার্ড!
মেঘের ওয়েবসাইট হ্যাক হওয়াটাও অসম্ভব কিছু না।
বিরক্ত হয়ে জানালার পাল্লাতে কমান্ড দিয়ে আকাশটাকেও শাট ডাউন করে দিলাম।
বিকল্প চিন্তা মাথায় এসেছে,
পিসি অন করে ডেস্কটপে চাঁদের ওয়ালপেপার ঝুলিয়েই কাজ চালিয়ে নেবো।
(ব্লগে সাইবার কাব্য লেখা শুরু করেছি সাইবার বাদুড় কবিতাটি দিয়ে)
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩২
সাদরিল বলেছেন: ধন্যবাদ
২| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
হাসান মাহবুব বলেছেন: ভালা হৈসে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬
সাদরিল বলেছেন: ধন্যবাদ হাসান ভাই
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২
নাজিম-উদ-দৌলা বলেছেন:
কবিতা থিম দারুন!
আমার মনে আছে সাইবার বাদুর কবিতাটার কথা। খুব ভাল লেগেছিল ওটাও।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭
সাদরিল বলেছেন: সাইবার বাদুড় কবিতাটি আপনাদের ভালো লাগায় ভাবলাম এই রকম আরেকটা কিছু লেখার চেষ্টা করে দেখি।ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর হয়েছে । ভাললাগা জানবেন।