নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় মুক্তিযোদ্ধা

সায়েমুজজ্জামান

কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]

সায়েমুজজ্জামান › বিস্তারিত পোস্টঃ

নাচের ছন্দে

৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫২

( ছন্দ- তা থৈ থৈ তা থৈ থৈ )



ভর দুপুরে ঘুমের ঘোরে

নওল আলোর ঝড়ের তোড়ে

অমল কমল হাসির জোরে

বাঁধ ভেঙ্গেছে কে?

হচ্ছে এ কি মেঘের দেশে

ছুটছে কোথায় পরীর বেশে

আসবে কি সে অবশেষে

মনমুকুরে যে।



(ছন্দ-তা তা থৈ থৈ তা)

তা তা থৈ থৈ তা

দীপশিখা জড়োয়া মেঘবালিকা

স্বপ্নের তিলকা কনীনিকা

উচ্ছল মঞ্জুল নিহারীকা

মোর জিগীষা সে।

মনমুকুরে যে।।





কৃতজ্ঞতা: পালক ১২৩ ।

পালক ১২৩ থেকে ''ভর দুপুরে ঘুমের ঘোরে'' শব্দটি ধার নেয়া। এটি একটি পরীক্ষামূলক ছন্দে ছড়া ও কবিতা লেখার চেষ্টা। পাঠকদের ভালো লাগলে চালিয়ে যাওয়া হবে।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৫

শিরীষ বলেছেন: ভর দুপুরে ঘুমের ঘোরে
নওল আলোর ঝড়ের তোড়ে
অমল কমল হাসির জোরে
বাঁধ ভেঙ্গেছে কে?
হচ্ছে এ কি মেঘের দেশে
ছুটছে কোথায় পরীর বেশে
আসবে কি সে অবশেষে
মনমুকুরে যে।

বাহ্ - হ্যাঁ, চলুক !

৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৪

সায়েমুজজ্জামান বলেছেন: আপনাদের উৎসাহে অবশ্যই চলবে। ধন্যবাদ

২| ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৬

শর্ট সার্কিট বলেছেন: ভালো লাগলো।

৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৫

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০০

সাম্বাদিক বলেছেন: শিরীষ বলেছেন: বাহ্ - হ্যাঁ, চলুক ! শর্ট সার্কিট বলেছেন: ভালো লাগলো।
ছন্দে আসলেই নাচের গতি দেখলাম।

৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৫

সায়েমুজজ্জামান বলেছেন: চেষ্টা করছি ছন্দে নাচের গতি আনতে।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩

কাজী দিদার বলেছেন:
good++++++++++++++

৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৬

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৮

ঘাস্‌ফুল বলেছেন: Great .......!!!!

৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩

সায়েমুজজ্জামান বলেছেন: আসলেই কি তাই!!!!!!

৬| ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৭

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: অারো একজন ক্ষ্যাপছে

৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৭

সায়েমুজজ্জামান বলেছেন: ছি ছি ছি আপনাকে সাইয়া বলছে। ক্ষেপিয়ে লাভতো হয়নি।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৮

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: আমি এত সহজে চেতি না তয় ছাইয়া হইলে ক্ষ্যাপতাম ।

৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০১

সায়েমুজজ্জামান বলেছেন: আপনিতো সাইয়াই। পাইছি আপনার দূর্বলতা। হাহাহাহা রেডি থাকুন।

৮| ১১ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৩

শিমুল আহমেদ বলেছেন: চমৎকার কবিতা।প্লাস

১১ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২০

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ । ভাই এটা আমার এটকা প্রজেক্ট।

৯| ০৭ ই জুন, ২০১০ বিকাল ৩:৫৩

কাঠের খাঁচা বলেছেন: ভালা অইচে ++++

০৭ ই জুন, ২০১০ বিকাল ৫:৫৮

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ

১০| ০৮ ই জুন, ২০১০ সকাল ১১:৪৯

দ্যা ডেডলক বলেছেন: Click This Link

১৮ ই জুন, ২০১০ দুপুর ১:১৭

সায়েমুজজ্জামান বলেছেন: পড়লাম।

১১| ০৮ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৩

ডলুপূত্র বলেছেন: অভিনন্দন। এখন সময় নেই। আপনার এ লেখার শব্দ পর্যন্ত নিয়ে আলোচনা করব। অপেক্ষায় রইলাম।

১৮ ই জুন, ২০১০ দুপুর ১:১৬

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.