নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয়? কি হবে আর এই পরিব্রাজকের পরিচয়ে?

তালুকদার নাজমুছ সাফিন

জীবন , সে তো এক অসংখ্য সাদাকালো কিংবা রঙিন পাতায় সাজানো গল্পের বই

তালুকদার নাজমুছ সাফিন › বিস্তারিত পোস্টঃ

. .থমকে যাওয়া এক মুহুর্ত. .

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫১

অপেক্ষার অবসান অবশেষে ঘটল । আরেকটা বারের জন্য তোমার দেখা পেলাম । আমার জন্য মুহুর্তটি কেমন ছিল বলে হয়তো বোঝাতে পারব না ,তবে মনের কোথাও এক কোণে হয়তো একটু আঁচড়ই কেটে গেল সে ক্ষণটি ।তোমায় দেখে একটু থমকে যাওয়া আর স্মৃতি-বিস্মৃতির মাঠে একটুখানি পদচিহ্ন এঁকে দেওয়া আমার জন্য সমান ।সময়ের দোলাচলে বেশ কয়েকটি দিন পেরিয়ে আসা হয়েছে । এখনো তোমায় ভুলতে চেয়েও ভুলতে না পারার আকুলতাটাই বেশি মনে বাজে । ঠিক সেই মুহুর্তে সময়ের কাঁটা আমার জন্য যেমন থমকে গিয়েছিল ,আমি জানিনা ; ঠিক তেমনি হয়তো তোমার ক্ষেত্রেও ঘটেছিল কিনা । তবুও আমার পানে আঁড় চোখে তোমার একটুখানি চাহনি পুরনো সেই দিনের কথাই মনে করিয়ে দেয় । মনের কোন এক কোণায় উঁকি দেয় সেই প্রশ্ন ,শতবারের চেষ্টায় আজো কি আমায় ভুলতে পেরেছো ? ? ? ? ? :-(

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৩

তালুকদার নাজমুছ সাফিন বলেছেন: ভালবাসি তোমায়. . .

২| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৩

তালুকদার নাজমুছ সাফিন বলেছেন: ভালবাসি তোমায়. . .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.