নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয়? কি হবে আর এই পরিব্রাজকের পরিচয়ে?

তালুকদার নাজমুছ সাফিন

জীবন , সে তো এক অসংখ্য সাদাকালো কিংবা রঙিন পাতায় সাজানো গল্পের বই

তালুকদার নাজমুছ সাফিন › বিস্তারিত পোস্টঃ

. .মায়াবী আলো. .

০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:১৪

দেখেছিলাম একদিন তাকে, এক পশলা বৃষ্টির দিনে । এক পলকই তাকিয়েছিলাম তার দিকে । খুব সাধারণ একটি মুখ ।তারপরও অদ্ভুত এক মায়া কাজ করেছিল । সেখানেই হয়তো সবকিছু শেষ হয়ে যেতে পারত ।ছন্দহীন জীবনের অশান্ত মায়ার বাঁধনে পিষ্ট হয়ে যখন দিশেহারা পথিকের মত বাঁচবার পথ খুঁজছি ,ঠিক তখন দূর দিগন্তের এক খন্ড রংধনুর মত আমার জীবনে এসে সাজিয়েছিলে আমার ভুলে ভরা এ জীবন ।। যে ভাবে রংধনুর মত হঠাত্‍ উদয় হয়েছিল তোমার ,ঠিক সে ভাবে হঠাত্‍ করেই চলে গিয়েছ তুমি । জানি, হয়ত শত-সহস্র বার তোমায় ডাকলেও তুমি সে ডাকে সাড়া দিবে না । কিন্তু জেনে রেখো, এ হ্রদয় দুয়ারে তোমার প্রবেশাধিকার চিরকালের । যদি কখনো তোমার মনের জানালায় উঁকি দেয় আমার স্মৃতি ,তবে চলে এসো এ দুয়ারে । তোমার আগমন প্রতীক্ষায় থাকব আমি সারাটি জীবন. . . . . .



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.