নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয়? কি হবে আর এই পরিব্রাজকের পরিচয়ে?

তালুকদার নাজমুছ সাফিন

জীবন , সে তো এক অসংখ্য সাদাকালো কিংবা রঙিন পাতায় সাজানো গল্পের বই

তালুকদার নাজমুছ সাফিন › বিস্তারিত পোস্টঃ

. .পান্জাবী এবং জামায়াত-শিবির. .

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৬

:পান্জাবী পড়লেই নাকি জামায়াত -শিবির:



সাধারণত খুব জরুরি কোন কাম কাজ না থাকলে সকাল সকাল ঘুম থেকে উঠি না । আজ সকালে আব্বুর সাথে অফিসে যাইতে হবে । এজন্য একটু সকালেই ঘুম থেকে ডেকে তুলল । ফ্রেশ হয়ে চিন্তা করলাম অন্যকিছু না পড়ে জিন্স আর পান্জাবী পড়ে বের হব । সে ভাবনা অনুযায়ী জিন্স আর পান্জাবী পড়ে বইসা আছি । কিছুক্ষণ পর আব্বু আইসা কইলো পান্জাবী ছেড়ে অন্য কিছু পড়তে । আমি একটু টাশকি খাইয়া জিজ্ঞেস করলাম পান্জাবী ছাড়তে হবে কেন ! আমার পান্জাবী আবার কারে কি করল ! ! :O আব্বায় কয় , আজকে জামায়াতের হরতাল আর হরতালের দিনে পান্জাবী পড়ে বের হওয়াটা নিরাপদ না । আমি তত্‍ক্ষণাত এক প্রকার আঁতেল হইয়া জিজ্ঞেস করিলাম , পান্জাবী পড়লেই কি জামায়াত-শিবির নাকি ? ? ? ? আর আমি তো খালি পান্জাবী পড়ছি ,মাথায় টুপি তো পড়ি নাই । তাছাড়া আমি তো না করি জামায়াত , না করি শিবির ।এই দুইডাই আমার কাছে বিষের লাহান । আমিতো আমজনতাদের একজন । তাইলে আমার কি দোষ ? ? ? আমি তো নিষ্পাপ । তারপর আমার আব্বায় কইলো , এইদেশের পুলিশরে দিয়া কোন ভরসা নাই । অকামের কাজী আর আসামী বাদ দিয়া তোর মত আমজনতারে সাইজ করতে এদের সময় লাগে না । পান্জাবী পইড়া বের হবি তখন পুলিশ তোরে আমজনতা না , জামায়াত-শিবির ভাইবাই ধোলাই দিবে । তাই পান্জাবী বাদ দিয়া অন্য কিছু পড় । শোকে দুঃখে কি না কইয়া পান্জাবী বাদ দিয়া টিশার্ট পড়লাম ।



my curious mind wants to know with deep sadness that যে , কোন বান্দা পান্জাবী পড়লেই তাহাকে জামায়াত কিংবা শিবির হিসেবে আখ্যায়িত করা হইবে নাকি ? ? ? ? ? :-( :-/ :'(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.