নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয়? কি হবে আর এই পরিব্রাজকের পরিচয়ে?

তালুকদার নাজমুছ সাফিন

জীবন , সে তো এক অসংখ্য সাদাকালো কিংবা রঙিন পাতায় সাজানো গল্পের বই

তালুকদার নাজমুছ সাফিন › বিস্তারিত পোস্টঃ

. .হারিয়ে যাওয়া সেই ছেলেটি. .

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৮

স্মিতস্মন্য আবেগী সেই ছেলেটি আজ হারিয়ে গেছে ।

কোথায় গেছে সেই ছেলেটি ?

রঙিন দুনিয়ার লাল-নীল মানুষের সাথেই তো ছিল

তার বাস ।

আজ কোথায় সে ?

বৃত্তের বাইরে গিয়ে নিজের পৃথিবী গড়ে তুলেছিল সে ,

আজ কোথায় তার সেই পৃথিবী ?

কালবেলার সুরে কোন একটি মেয়েকে সে আপন

করে নিয়েছিল ।

যমুনার বহমান ধারার মত সেই ছেলেটিও অনন্ত

ধারায় ভেসে যাচ্ছিল মেয়েটির হাত ধরে ।।

আজ কোথায় সেই স্রোত ,কোথায় সেই ছেলেটি ?

হাজারো রাতের ভীড়ে ,

ইথারে ভেসে আসা মৃদু ঝাপসা কিছু

তরঙ্গকে আঁকড়ে ধরে জেগে থাকতো সে ।

টেলিফোনের ওপার থেকে ভেসে ভালবাসার

একটি বাক্য শুনে জেগে থাকত সে সারারাত ।

আজ কোথায় সে ভালবাসার তরঙ্গ , কোথায় সেই

ছেলেটি ? ? ? ? ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.