নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয়? কি হবে আর এই পরিব্রাজকের পরিচয়ে?

তালুকদার নাজমুছ সাফিন

জীবন , সে তো এক অসংখ্য সাদাকালো কিংবা রঙিন পাতায় সাজানো গল্পের বই

তালুকদার নাজমুছ সাফিন › বিস্তারিত পোস্টঃ

. .কিছু দুঃস্বপ্ন কিংবা পেয়ে হারানোর কাল্পনিক আনন্দ. .

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

আজ তোমায় নিয়ে অনুভবের সাগরে ভাসিনা । দুঃসময়ের গ্যাঁড়াকলে পড়ে পুরনো সব স্মৃতিই ভুলতে বসেছি । মনের অজান্তেই আজ তোমায় নিয়ে কবিতা লিখতে বসেছি । পাইনি আজও তোমার অকাল প্রস্হানের সুস্পষ্ট কোন জবাব । হয়তো আমায় আজ মনে পড়ে না তোমার । স্মৃতির ভেলায় পাড়ি দিয়ে মাঝে মাঝে তোমায় নিয়ে ভেসে বেড়াতে ইচ্ছে করে । স্বপ্নের দোলাচলে কিংবা আশাহত পাখির ভঙ্গুর ডানার ঝাপটায় স্মৃতিগুলো তাড়িয়ে বেড়ায় । মেঘের আড়ালে লুকিয়ে থাকা একটুকরো চাঁদও আজ আলোর পাখা মেলতে ভয় পায় তুমি নেই বলে । বড্ড একা আর নিরুপায় করে দিয়েছো আমায় তুমি । দুঃস্বপ্ন কিংবা সিগারেটের ছাইয়ের মাঝে খুঁজে বেড়াচ্ছি আপন সময়টাকে ।না পাওয়ার বেদনা নয় , হয়তো তোমায় পেয়ে হারানো সুখটাকে নিয়ে বেঁচে ফিরতে পারি এ যাত্রায় । এ প্রত্যাশাটা তোমার কাছে নয় ,একান্তই নিজের কাছে রইল. . . .! ! !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.