নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয়? কি হবে আর এই পরিব্রাজকের পরিচয়ে?

তালুকদার নাজমুছ সাফিন

জীবন , সে তো এক অসংখ্য সাদাকালো কিংবা রঙিন পাতায় সাজানো গল্পের বই

তালুকদার নাজমুছ সাফিন › বিস্তারিত পোস্টঃ

. .একটি রাত , সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন কিছু স্মৃতি কিংবা একটি স্বপ্ন - রোদেলা'' . .

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫

রাত ৩ টা ২০...... ছাদের এক কোণায়

সিগারেট হাতে অভ্র বসে আছে । প্রায়

রাতেই সে ছাদে চলে আসে আকাশ দেখতে ।

নিস্তব্ধ রাতের মায়াবী স্পর্শের

ঘোরে সে কোথায় যেন হারিয়ে যায় । এ যেন

এক আবছা ছায়া মেশানো কল্পনা । অভ্র এরকম

পরিবেশ এখন খুব পছন্দ করে । তবে শুধু এখন

যে করে তা না , আগে থেকে তার

এমনটা পছন্দ । কিন্তু গত কয়েকটা মাস

ধরে সে খুব বেশি এমন করে । রাতের এ

সময়টাতে সে রোদেলার কথাই বেশি ভাবে আর

সিগারেটের সঙ্গ প্রত্যাশা করে । ৫ মাস

২১ দিন আগে অভ্র আর রোদেলার ব্রেকআপ

হয়েছে । কিন্তু এ সময়টাতে অভ্র

একটা মুহুর্তের জন্যও

রোদেলাকে ভুলে থাকতে পারেনি । রোদেলাও

যে তাকে ভালবাসত না ,তা নয় । কিন্তু

তাদের ব্রেকআপটা যেন হঠাত্ করেই

হয়ে গেছে ।

সবকিছু গুছিয়ে ওঠার আগেই তাসের ঘরের মত

সব ভেঙে পড়েছে । কত শত স্বপ্ন সাজিয়েছিল

ওরা । একে অন্যকে কাছে পাবার আশায়

বিভোর ছিল সবসময় । কিন্তু আশায় গুঁড়েবালি ।

সবকিছু ধ্বংস হয়ে গেছে । যাই হোক , এসব

ভাবতে ভাবতেই অভ্রর চোখ জলে ভরে গেলো ।

যদিও সে চেয়েছিলো আজ আর রোদেলার

কথা ভাববে না । এক ফোঁটা অশ্রুও নষ্ট

করবে না ওর জন্য ।কিন্তু না , তা আর হল না ।

আসলে ও যা চায় বেশিরভাগ সময়ই

তা করতে পারেনা বা পায় না । অভ্রর হাতের

সিগারেটটাও শেষ হয়ে আসছে ,সাথে রাতটাও

। রাতের আঁধার শেষ হয়ে সূর্য তার অস্তিত্ব

জানান দিচ্ছে ।

আজ বড়

অসময়ে রোদেলাকে দেখতে ইচ্ছে করছে ওর ।

আগে এসময়টাতে তারা ফোনে কথা বলেই পার

করত । ঘন্টার পর ঘন্টা , রাতের পর রাত

তারা এভাবে পার করেছে । কিন্তু এখন কিচ্ছু

নেই । নেই আগের সেই ব্যস্ততা , নেই সেই

কথা বলার একাগ্রতা কিংবা এখন কারও জন্য

অপেক্ষাও করে না সে ।

সত্যিই রোদেলাকে হারিয়ে অভ্র খুব

বেশি একা হয়ে গিয়েছে । শুরু হয়েছে এ

বিশাল পৃথিবীতে একা একা পথ চলা ।

শূন্যতার গহ্বরে নিশ্চল ছোট্ট

প্রাণী হয়ে গেছে সে । তবে মনের অজানায়

আজও সে রোদেলার পথ চেয়ে থাকে ।

হয়তো যদি কখনো পথ ভুল

করে রোদেলা চলে আসে তার কাছে ।

সিগারেটের কালো ধোঁয়ার মাঝে কিছু রঙিন

স্বপ্নই হয়তো সে দেখছে । তবে এ

চাওয়াটা কষ্টের নয় । সবকিছু

থেকে নিজেকে গুটিয়ে রাখার অভ্রর

একটা প্রয়াস মাত্র । সে আর কষ্ট পেতে চায়

না । চায় কিছুটা সময় একা থাকতে , চায়

নিজের মত করে একটু শ্বাস নিতে. . . . .! ! !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭

কাল পুরুষ কোরাস বলেছেন: ভাল হয়েছে সাফিন, শুভ কামনা।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১০

তালুকদার নাজমুছ সাফিন বলেছেন: ধন্যবাদ. . . :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.