নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয়? কি হবে আর এই পরিব্রাজকের পরিচয়ে?

তালুকদার নাজমুছ সাফিন

জীবন , সে তো এক অসংখ্য সাদাকালো কিংবা রঙিন পাতায় সাজানো গল্পের বই

তালুকদার নাজমুছ সাফিন › বিস্তারিত পোস্টঃ

. . .শেষ বিকেলের পরের কিছু কথা. . .

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৫

একটি মুষড়ে পড়া ক্লান্ত সন্ধ্যা__ সন্ধ্যার সেই আকাশে এক চিলতে মেঘও দৃশ্যমান । আজ আকাশে কোন চাঁদ নেই , নেই কোন তারকারাজির খেলা । চারিদিকে হালকা কুশায়ার চাদরে ঢাকা আবছা আঁধারের হাতছানিও স্পষ্ট । এই আঁধার ক্রমেই যেন ভারী হচ্ছে । অল্প দূরত্বও এখন মহাকালের পথ বলে মনে হবে যে কারো কাছে . .



এখন তুমি বলো , কি করে খুঁজে পাই তোমায় ? এতে যে তোমার হাতটি ধরার শেষ চেষ্টাটিও বৃথা গেল শেষ পর্যন্ত । ভুলের খেয়া পালে ভেসে গেলো যেন সবকিছু । নাহ , আর ভাবতে পারছি না । স্মৃতিগুলো বড্ড বেশি বিরক্ত করছে আজ । পিছুটানকে শোকেসে তুলে রেখে যদি চলে যেতে পারতাম কোথাও , ভালোই হতো হয়তো । কেন যেন অদৃশ্য এক বন্ধনের টানে আটকে যাচ্ছি বারবার . . .



বন্ধন !!! আহ , সেটা আবার কি ? বন্ধন বলে তো কোন শব্দ আমার জানা নেই । এ সবই ভ্রান্ত বিশ্বাস । সবই ছলনার কারসাজি । আমিতো চাইনি এসবে জড়াতে । বলো তুমি , কি দোষ ছিল আমার ?

শুধু তো পাশেই চেয়েছিলাম তোমায় । তাই বলে এত বড় শাস্তি !! যন্ত্রণার অথৈ সাগরে ফেলে দিয়েছো আজ তুমি আমাকে । নিজের শেষ অস্তিত্বটুকুও আজ নিঃশেষ হয়ে আসছে । আর কিছু সময়ই আমার জীবনে হয়তো বিদ্যমান,তারপরই তো অনন্তকালের ছুটি । অবশেষে তোমার এতদিনের চাওয়া পূরণ হতে চলেছে । তোমাকে ধন্যবাদ , বিচিত্র এক জীবনের সাথে আমার পরিচয় করিয়ে দেবার জন্য. . . . . . . . . ! ! !

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.