নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয়? কি হবে আর এই পরিব্রাজকের পরিচয়ে?

তালুকদার নাজমুছ সাফিন

জীবন , সে তো এক অসংখ্য সাদাকালো কিংবা রঙিন পাতায় সাজানো গল্পের বই

তালুকদার নাজমুছ সাফিন › বিস্তারিত পোস্টঃ

. . . কোথাও তুমি নেই . . .

১৪ ই মে, ২০১৪ দুপুর ১:২৭

তোমার কথা ভেবে আরেকটা বিকাল কাটিয়ে দিলাম । এমন অজস্র বিকাল নিজের অগোচরেই পার হয়ে যায় ।

হয়তো কখনোই জানবে না আমার এমন কোন বিকেল বেলার কথা । একটুই তো ভালবেসেছিলাম তোমায় । কিন্তু , প্রাপ্তির খাতাটা আজও অপূর্ণ রয়ে গেল যে !! তবে কেন এই অবেলায় চলে যাওয়া ? তবে কেন এই মিছে আশায়

লুকোচুরি খেলা ? একাকী নিস্তব্ধতার বেড়াজালে আমায় বন্দী করে চলে গেছো ।

কোন অপরাধের সাজা ছিলো এটি ?

কি ভুলে আজ কাঁদালে তুমি আমায় ? খুব বেশি সুখের ছোঁয়া তো চাই নি । চেয়েছিলাম তোমার ঐ চোখে চোখ রেখে কিছুটা সময় কাটাতে । সাত রঙা রংধনু তোমায় দেখে লাস্যময়তায়

হেসেছিলো । স্বপ্নের রঙে আঁকিয়েছিলাম তোমায় নিয়ে আমার কল্পনার যত কথকথা ।

অথচ আজ সবই যেন কোথায়

হারিয়ে গেছে অতীতের স্বপ্ন মিছিলে । সেদিনের পর তোমায় নিয়ে লেখা সব কবিতার লাইন আচমকা থেমে গিয়েছে ।

ডায়রির পাতাগুলো ছন্দহীন

হয়ে আজো নিঃশব্দে কাঁদে । আজ কোথাও তুমি নেই । চারিদিকে এক অচেনা- অজানা শূন্যতা । মাঝেমাঝে অবুঝ এ

মনটায় খুব বেশি হাহাকার করে ওঠে ।

তখন নিজেকে শান্তনার সুরে ভাসাই ।

বলি , তুমি ছিলে । হ্যাঁ , তুমিই ছিলো ,তবু

আজ তুমি নেই. . . . .! ! !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.