নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয়? কি হবে আর এই পরিব্রাজকের পরিচয়ে?

তালুকদার নাজমুছ সাফিন

জীবন , সে তো এক অসংখ্য সাদাকালো কিংবা রঙিন পাতায় সাজানো গল্পের বই

তালুকদার নাজমুছ সাফিন › বিস্তারিত পোস্টঃ

"সফল হোক মহান মাতৃভাষা দিবস"

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২১

আজ মহান ২১ শে ফেব্রুয়ারি , আর সময় রাত ১২ টা বেজে ৫৫ মিনিট । এখন ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহর । ১৯৫২ সালের এই সময়ে হয়তো সালাম , বরকত , রফিক , জব্বারেরা ভাবেনি যে তাদের রক্তে লাল হতে যাচ্ছে দেশ । তারা হয়তো ভাবে নি রাত গড়িয়ে দিন এলেই তাদের শহীদ হতে হবে । আগে থেকে ভাবলেও হয়তো তাদের উদ্দেশ্যে কিংবা প্রত্যয়ের হের-ফের হতো না । কারণ তারা যে বাঙালি , আর বাঙালি যে বীরের জাতি । তাদের সেই আত্মত্যাগ আজ আমাদের বাংলা ভাষায় কথা বলার স্বাধীনতা দিয়েছে । ভাষা আন্দোলনের এতোগুলা বছর পেরিয়ে গেলেও কিছু প্রশ্ন মনে বাজে । আমরা কি ভাষা শহীদদের আত্মত্যাগকে ভুলে যাচ্ছি ? আমরা বাংলা ভাষার প্রতি কি দায়িত্বশীল আচরণ করছি ? হয়তো বা করছি না । নিজ নিজ জায়গা থেকেই দায়িত্বশীলতার পরিচয় দিক সবাই । আর সেইসাথে বাংলা ভাষার বিশ্বব্যাপী প্রসার জরুরি হয়ে পড়েছে । তাহলেই হয়তো মাতৃভাষার প্রতি পূর্বপ্রজন্মের আত্মত্যাগের ফলাফল পূর্ণতা পাবে. . . :-)

সকল ভাষা শহীদদের জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ।
সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩০

কলমি কাপ্তেন বলেছেন:

২| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১:১০

তালুকদার নাজমুছ সাফিন বলেছেন: আমার ভাষা...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.