নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয়? কি হবে আর এই পরিব্রাজকের পরিচয়ে?

তালুকদার নাজমুছ সাফিন

জীবন , সে তো এক অসংখ্য সাদাকালো কিংবা রঙিন পাতায় সাজানো গল্পের বই

তালুকদার নাজমুছ সাফিন › বিস্তারিত পোস্টঃ

"কোথায় আমার শহীদ দিবস!!?"

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

সত্যি বলতে কি , বাঙালি শহীদ দিবস পালন করে শুধুমাত্র শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য । আমার এই কথার সাথে হয়তো অনেকেই একমত হবে না , কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে কথাটা সত্য । সকালে শহীদ মিনারে ফুল দিতে যাওয়া আর বিকালে ঘরে অসে সাউন্ড সিস্টেমে হাই ভলিউমে ভিনদেশি ভাষার গান বাজানো এবং সন্ধ্যায় আতশ ও পটকা বাজির মাধ্যমে তারা শোক কিভাবে পালন করে বুঝি না ! আবার দেশের অনেক শহীদ মিনার আছে যেখান শহীদদের স্মরণে দেওয়া ফুল মুহুর্তের মধ্যেই গায়েব হয়ে যায় । মানে একপক্ষ ফুল দিচ্ছে , আরেকপক্ষ ফুল নিচ্ছে । কি চমত্‍কার আমাদের বিবেক !! আর কিছু কিছু জায়গায় তো শহীদ মিনারের নাম করে রীতিমতো চাঁদা তোলা হয় । এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের চেতনার নমুনা. . . !!! -_-

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.