নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয়? কি হবে আর এই পরিব্রাজকের পরিচয়ে?

তালুকদার নাজমুছ সাফিন

জীবন , সে তো এক অসংখ্য সাদাকালো কিংবা রঙিন পাতায় সাজানো গল্পের বই

তালুকদার নাজমুছ সাফিন › বিস্তারিত পোস্টঃ

. . .বড্ড তুমিময় এক রাতে মায়াবী চন্দ্র-বিলাস. . .

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৮

কি হলো , এখনই ভুলে গেলে সেই দিনের কথা ! এইতো সেদিন , কত দেন-দরবার শেষে তোমার হাতের রেখায় নিজেকে মিলিয়েছিলাম । জ্যোতিষীর বাণীকে মিথ্যে প্রমাণের তাড়া যদিও ছিলো না , কিন্তু এক প্রকারের ইচ্ছে তো ছিলোই তোমায় সাথে নিয়ে পথ চলার । কিন্তু আসলে কিছু ইচ্ছা তো শুধু ইচ্ছাতেই রয়ে যায় । থাক সে কথা ! পথ শেষ হয় , তবুও আবছা আঁধারে তোমায় খুঁজে বেড়ানো শেষ হয় না । তবে শপথ নিয়েছি , এই শহরের প্রতিটি বাঁকে বাঁকে ঘুরে বেড়াবো তোমার স্মৃতিকে সঙ্গে নিয়ে । চেয়ে দেখো , আকাশের চাঁদটাও আজ তোমার কথা বলে । কেউ যদি আজ সবুজ ঘাসের বিছানায় বসে একটুখানি চাঁদের মহিমা বোঝার চেষ্টা করতো , সেও তবে তোমাকেই অনুভব করতে পেতো । তবে কি তুমি সত্যিই অনুভবনীয়?? হয়তো হ্যাঁ , হয়তো বা না । সবকিছুই কেমন যেন বড্ড বেশি তুমিময় হয়ে যাচ্ছে । সত্যি বলতে কি , সরল একটা রেখা কখন যে বৃত্তে রূপ নিলো , টেরই পাইনি । আজকের চাঁদটা দেখেই নাহয় সেটার প্রায়শ্চিত্ব করি । মানুষ সুন্দরের পূজারী , আর আমিও তার ব্যতিক্রম নয় হয়তো । এক প্রকারের মন্ত্রমুগ্ধ হয়েই চাঁদের দিকে তাকিয়ে আছি । এতো সুন্দর চাঁদ , সাথে পরিষ্কার আকাশে অল্প কিছু তারার ঝলকানি । সবকিছুই কেমন যেন অসাধারণ লাগছে । মজার ব্যাপার কি জানো , আজকের চন্দ্র-বিলাসে আমার সঙ্গী কিছু অবুঝ প্রাণী । জেনে থাকবে হয়তো , তোমার অবর্তমানে ওরাই যে আমার সবচেয়ে আপন সঙ্গী. . . . ^_^

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৯

মানবী বলেছেন: পোস্টের শিরোনামটা সুন্দর!

ভালো থাকুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৭

তালুকদার নাজমুছ সাফিন বলেছেন: ধন্যবাদ ।
ভালো থাকবেন ... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.