নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয়? কি হবে আর এই পরিব্রাজকের পরিচয়ে?

তালুকদার নাজমুছ সাফিন

জীবন , সে তো এক অসংখ্য সাদাকালো কিংবা রঙিন পাতায় সাজানো গল্পের বই

তালুকদার নাজমুছ সাফিন › বিস্তারিত পোস্টঃ

‘’তুমি এবং একটি সর্বনাশের শুরু’’

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৫

তোমার হাসিটা দেখেছিলাম একবার । এরপর কি হলো , নিজেও জানি না । আসলে কি থেকে কি হয়ে গেলো জানা নেই সেটা আমার । সেটাই বোধহয় সব সর্বনাশের শুরু । আসলে সর্বনাশটা আমার , মনের সর্বনাশ-প্রাণের সর্বনাশ

একবার তোমার চোখের প্রেমে পড়েছিলাম । সেই যে পড়েছিলাম , এরপরের কথা আর মনে নেই । এরপর কোন এক বর্ণালি বিকেলে আধা-অবচেতন অবস্থায় নিজেকে আবিষ্কার করেছিলাম , তবে তা আমার হৃদয়ের ভেতরে ।

কবে যেন তোমায় কিছু একটা বলতে শুনেছিলাম । আমি শুনছিলাম আর ভাবছিলাম , এতো দারুণ করে কেনো একটা মানুষ কথা বলবে ! একটা হৃদয় ভেঙে দিয়ে বোধহয় আবার জোড়া লাগানো সম্ভব তোমার সেইসব অমৃতময় সুর দিয়ে!

এরপর আর কি কিছু বলার থাকে কারো!! হয়তো থাকে না , টানা কিন্তু খুনে চোখের কারো কাছে এসবের কোনো মানে থাকে না । আর থাকে না বলেই হয়তো বার বার খুন হয়ে যাচ্ছি তোমার কাছে , তোমার ভালোবাসার কাছে । এভাবে হাজার বার খুন হতেও যে আমার আপত্তি নেই , তুমি আরেকটা বার তোমার সেই চোখ দিয়ে এক পলক দেখে নিও আড়াল থেকে । কেও জানবে না , শুধু তুমি আর আমি ছাড়া ।
কি?? আমি কিভাবে জানবো?? এই মনে যার বসবাস , তার মনের না বলা ভাবটা কি আর শুধু চোখ দিয়েই দেখতে হবে!!!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৭

মহা সমন্বয় বলেছেন: আপনি কি জানেন মেয়েদের একটা হাসিই ইমান চলে যাওয়ার জন্য যথেষ্ট!!!

https://www.facebook.com/banglawazbd/videos/973753269383135/

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২৯

তালুকদার নাজমুছ সাফিন বলেছেন: জানা ছিলো না!!
এখন জানি .....

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

বিজন রয় বলেছেন: হা হা হা
+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.