নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয়? কি হবে আর এই পরিব্রাজকের পরিচয়ে?

তালুকদার নাজমুছ সাফিন

জীবন , সে তো এক অসংখ্য সাদাকালো কিংবা রঙিন পাতায় সাজানো গল্পের বই

তালুকদার নাজমুছ সাফিন › বিস্তারিত পোস্টঃ

"এসো, একসাথে বাঁচি"

২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৬

তুমি তো আর আমায় দেখো না, দেখো না আমার মনের স্তুতি। নিশাচর অনুভুতি যখন কাঁপা গলায় আত্মসমর্পণ করে, তখন সুখ পাখিরা অসুখের বৃত্তে বন্দি জীবন কাটায়। এসব যেন পরিকল্পিত বার্তা, নিশ্চিন্ত ভাবাবেগ।

আমি কিন্তু তোমায় তোমায় ভাবি, মাঝে মাঝে কিভাবে যেন ধারণ করেও ফেলি। জানি না কিভাবে, কিন্তু হয়ে যায়। আচ্ছা, তোমায় ধারণ করার মাঝে কি আনন্দ আছে, সার্থকতা আছে?? আছে হয়তো!

তোমার শত বারণও কিন্তু আমাকে দমাতে পারেনি, হয়তো পারবেও না। ব্যাপারটা ভালো লাগার, খানিকটা ভালোবাসারও। তুমি তো সেদিন বলেছিলে সরে দাঁড়াতে তোমার পথ থেকে, আমি বাধ্য ছেলের মতো মেনে নিয়েছিলাম তোমার কথা।কিন্তু তুমি কি পেরেছো আমায় ভুলে থাকতে?? প্রশ্নটা তোমার প্রতি রইলো।

আজও কথা হচ্ছে তোমার সাথে,স্বপ্নে ভাবছি তোমায় প্রতিনিয়ত। ফলাফল নেই এসবের, থাকলেও খুব বেশি কিছু আসতো না বা যেতো না হয়তো। এ সবই নিয়ম, জীবনের নিয়ম। এ নিয়ম বদলাবে এ সাধ্য কার!

সময় বদলায়, আমি বদলে যাই, হয়তো সময়ের পিছুটানে পরে তুমিও বদলে যাও। বদলে যাওয়াই জীবন। বেঁচে থাকার মানে খুঁজে লাভ নেই, আজ শুধুই বাঁচার দিন।

এসো, একসাথে বাঁচি আজ!! ☺

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.