নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয়? কি হবে আর এই পরিব্রাজকের পরিচয়ে?

তালুকদার নাজমুছ সাফিন

জীবন , সে তো এক অসংখ্য সাদাকালো কিংবা রঙিন পাতায় সাজানো গল্পের বই

তালুকদার নাজমুছ সাফিন › বিস্তারিত পোস্টঃ

আটপৌরে জীবনের আলাপচারিতা

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১:২০

: রাতটা একটু গাড় হলেই কী ঘুম আসে?

: ঘুম আসার জন্য রাতের প্রয়োজন নেই তো! :)

: হুম, তা হয়তো!

: আচ্ছা, রাত হলেই কি হতাশা বাড়ে? দুঃখ বাড়ে?

: হতাশা কিংবা দুঃখ বাড়ার জন্য রাতের কি দরকার?
এটা আপেক্ষিক! শুধুমাত্র সময়ের উপর নির্ভর করে না একদম এটা...

: দিনের বেলায় মানুষ আশেপাশের পরিবেশের ব্যস্ততায় নিজেকে নিয়ে ভাববার সময় কম পায়,খুব একটা একা থাকা হয়না,গভীর রাতে কিন্তু এসব ভাবনা বেশি আসে। কারণ রাত মানেই অন্ধকার , রাত মানেই একাকীত্ব । রাত হলেই মানুষ নিজেকে চিনতে শেখে , বুঝতে শেখে, তাই আর কি!

: যে একা থাকতে পারে বা একা থাকতে জানে, তার জন্য দিন কিংবা রাত খুব একটা পার্থক্য গড়ে দেয় না । আমিও তার ব্যতিক্রম নই কিন্তু! ;)

: নিজে একা থাকতে পারা আর একাকীত্বের মধ্যেও কোনোরকমে সময় কাটানো এক হলো না,
স্বাচ্ছন্দ্যে কিছু না করতে পারাটাই যন্ত্রণা। ক'জনই বা পারে স্বাচ্ছন্দ্যে একা থাকতে!

: আমি কিন্তু বেশ পারি! ;)

: দিনশেষে বা রাতশেষে একটা দীর্ঘশ্বাসও বের হয় না? :/

: এখন আর হয় না তেমন । অনভ্যাসের বাহুলতা সরাতে গিয়েই তা অভ্যাস হয়ে গেছে কি না!!!

: বাহ, একদম সুপার হিউম্যান! ;)

: বলেছোও বেশ, আর এই বেশ আছি বলে বলেই চলে যাচ্ছে জীবন! :D

: এই সাদামাটা রকমের বেশ থাকাটাই এখন চূড়ান্ত জীবন হয়ে গেছে!

: আচ্ছা জানো? এক পুটলি জ্যোৎস্না পেলে ভালো লাগতো কিংবা এক মুঠো অমাবস্যা!

: এই শহরে আজকাল জ্যোৎস্না পাওয়া দায় , তবে আমাবস্যা পাওয়া অনেক সহজ! হাত বাড়ালেই হয় শুধু...

: হা হা হা. . .

আমার দ্বিতীয়টা হলেও চলবে । দু’চার লাইন লিখে দিব্যি জীবন কাটিয়ে দিবো।

: এই দ্বিতীয়টা নিয়েই তো বেশ আছি মনে হচ্ছে .. টুক-টাক কথাবার্তা আর কিছু ঝাল-মিস্টি আলাপন ।
সাথে কিছু নিষিদ্ধ খিস্তি-খেউড়...

: আহা! আহা! একেবারে মধু ... :D

: আর কিছু কেন দরকার , যখন এসবে যখন চলে যায় জীবন?!

: আরে না,কী প্রয়োজন এতো সবের। দু’একজনের ভালোবাসা কী নিষ্প্রয়োজনে নষ্ট হয় না?
ওটুকু পেলেও তো বেঁচে যেতাম , হা হা হা...

:ওভাবে হেসো না তো , বড্ড ভয় হয়!

: হয়তো হয়!! তবে ওসব ওভাবেই নস্ট হওয়ার জন্য গড়ে ওঠে ।
ওসবে প্রান নেই , স্পন্দন নেই! আছে শুধু দু-বেলার চিবুক ধরে ওষ্ঠের রস খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর থাকে কিছু নিষিক্ত নিষিদ্ধ জলকণার বাতাসা!

এসবই শুধু চেখে দেখতে মিস্টি, কিন্তু গিলতে গেলে ঠিকই আঁটকে যাবে গলায়......


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.