![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন আমেরিকান ও একজন বাংলাদেশি বারে বসে পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা করতে করতে মদ গিলছিলো বেশ কয়েক পেগ খেয়ে, মাতাল হয়ে যাবার পরে বাংলাদেশি লোকটা বললঃ আমাদের দেশে আমরা যাকে ভালবাসি, তাকে বিয়ে করতে পারি না জানো, আমার বাপ-মা আমাকে জোরজবরদস্তি করছে এমন এক গ্রাম্য মেয়েকে বিয়ে করার জন্য যাকে আমি দেখি নি পর্যন্ত! এটাকে বলে এরেঞ্জ ম্যারিজ যাকে আমি ভালবাসি না, তাকে আমি বিয়ে করতে চাই না আমি সরাসরি বাবা-মাকে এটা জানিয়ে দিয়েছি, যা নিয়ে রীতিমতন এখন আমার পরিবারে গেঞ্জাম চলছে আমেরিকান আরেক শট হুইস্কি গলায় ঢেলে দিয়ে বললঃ লাভ ম্যারিজ নিয়ে কথা বলছো তো??? তবে শোনো, আমেরিকাতে আমরা যাকে ভালবাসি, তাকেই বিয়ে করতে পারি আমার নিজের গল্প বলি আমি এক বিধবাকে গভীরভাবে ভালবেসে তিন বছর প্রেম করে বিয়ে করেছি বছর দুয়েক পরে আমার বাবা আমার সৎমেয়ের প্রেমে পরে যায় এবং ক'দিন বাদে তারাও বিয়ে করে সুতরাং হিসাব অনুযায়ী আমার বাবা হয়ে যায় আমার মেয়েজামাই, আমি হয়ে যাই আমার বাবা'র শ্বশুর আইনত, আমার মেয়ে হয়ে যায় আমার সৎমা সে হিসেবে আমার বউ হয়ে যায় আমার নানি ব্যাপার আরও জটিল হয়ে ওঠে যখন আমার আমার একটি ছেলে হয় সে হয়ে যায় আমার বাবার শালা এবং হিসাব অনুযায়ী আমার মামা ব্যাপার আরও ঘণীভূত হয় যখন আমার বাবা'রও একটা ছেলে জন্ম নেয় হিসেব মত সে আমার সৎভাই কিন্তু অন্য হিসাবে সে আমার নাতি ফাইনালি যেটা দাঁড়ায়, আমি নিজেই হয়ে যাই আমার নিজের নানা, আবার আমিই আমার নাতি আর তুমি আমাকে পারিবারিক সমস্যা নিয়ে বলতে এসেছো??? বাংলাদেশি লোকটা মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৭
অন্ধ জনা বলেছেন: আর কত বার?