নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলাশতলীর ছেলে

শাইককা

পলাশতলীর ছেলে

শাইককা › বিস্তারিত পোস্টঃ

Uber ফিরিয়ে নিয়ে আমার খারাপ অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করলাম

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২২

আজ সকাল বেলা আমার বাচ্চাকে নিয়ে উত্তরা একটা স্কুলে যাবার জন্য uber e call দেই ড্রাইভার আমাকে বলে তার আসতে 5 মিনিট লাগবে কিন্তু দশ মিনিটে যখন দেখি আসছে না তখন আমি ড্রাইভারকে কাল করি ড্রাইভার আমাকে বলে তার আসতে অনেক দেরি হবে তখন আমার যেহেতু হাতে সময় নেই তাই আমি তাকে বলি আমি ক্যানসেল করে দিলাম অন্য কাউকে খুজে নেব সে আমার উত্তরে বলে ঠিক আছে, cancel করা মাত্রই আমার মোবাইলে মেসেজ আসে আমার 30th pay করতে হবে cancel করার জন্য, এখানে আমার দোষ কোথায় ড্রাইভার এর দেরি করার জন্য আমাকে খেসারত দিতে হবে? এখানে আমার দোষ না থাকা সত্ত্বেও কেন 30 টাকা পে করতে হবে

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০

শফিউল আলম চৌধূরী বলেছেন: এখানে যত সময় নিয়ে লিখেছেন, তার আর্ধেক সময় নিয়ে উবারের এ্যাপে বসে এটি রিপোর্ট করলে টাকা ফেরৎ পাবার সম্ভাবনা ৯৯%।

আর কষ্ট করে এখানে লিখে মনের ঝাল মেটাবার চেষ্টা করেছেন ঠিকই; তবে এখানে লেখার কারণে (যদি রিপোর্ট না করে থাকেন) টাকা না ফেরৎ পাবার সম্ভাবনা ৯৯.৯৯%।

মাথা ঠান্ডা করেন; উবার এ্যাপে গিয়ে রিপোর্ট করেন। ওরা দেখবে।

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কর্পোরেট চিটিং!

৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: এই দুঃখে তো আমি উবারে উঠি না।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০০

ঢাকাবাসী বলেছেন: আপনি তো টাকাটা দেন নাই তাই না? তাহলে আর কথা বলে লাভ কি!

৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:২৯

শাইককা বলেছেন: Taka next ride nilei dite hobe

৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

মুনাতাকিম সাইফ বলেছেন: আমার এরকম হইছিল, আমি উবার এ ক্লেইম করছিলাম, উবার আমাকে ওই সমপরিমান ক্রেডিট দিয়ে দিছিল। যদিও এটা বাংলাদেশ এ না, তারপরেও চেষ্টা করে দেখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.