নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেবার মতো বিশেষ কিছু নেই। আপাতত দু\'পেয়ে জীব মাত্র। মানুষ হতে পারলে জানবো ক্ষণ..

ব্লগার রবিন

খাই দাই, ঘুরে বেড়াই আর বনের মোষ তাড়াই!

ব্লগার রবিন › বিস্তারিত পোস্টঃ

মিসড কল হোক প্রতিবাদের হাতিয়ারঃ আমার অভিমত

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

http://facebook.com/events/146961248792279



এইদেশে বড় কারো কানে আওয়াজ পৌছাইতে হইলে একটা ধামাকা লাগে... [কোন একটা সিনেমায় এই জাতীয় একটা ডায়লগ শুনছিলাম]।



আমার সাথে অনেক বন্ধু বান্ধব আছে যাদের মোবাইল ফোন দুই বা ততোধিক... আমার অবশ্য দুইটা ফোনসেট [কলরেটের জন্য একটা আর অপেক্ষাকৃত ভালো নেটের জন্য আরেকটা]।



ভাবতেছি, দুইটাই সাইলেন্ট কইরে একটা থেকে আরেকটায় অটোমেটিক রি-ডায়াল দিয়া থুইয়া দেব...

একাধিক ফোনসেটের মালিক এমন বন্ধুদেরও সাথে নেব...



রি-ডায়াল ইন্টারভ্যাল ১ মিনিট করে রাখবো, যাতে অপর ফোন থেকে সেই ইন্টারভ্যালের সময় কল আসতে পারে...



আমাদের দেশে মোবাইল ফোনে রিং বাজে ৩০-৪৫ সেকেন্ড [অপারেটর ভেদে]...



মনে হয় এইভাবে কষ্ট কমবে যেমন, মজাও হবে তেমন আবার কাউকে বিরক্তও করা হবে না... ;)



পুনশ্চঃ নেটওয়ার্কের সাময়িক ব্যস্ততায় কারো সমস্যা হলে এই ইভেন্টে স্বেচ্ছা অংশগ্রহণকারী একজন হিসেবে আমি দুঃখিত, তবে এই দেশে ত্যাগ ছাড়া কখনো কিছু অর্জিত হয় নি। ১৯৫২ থেকে আজ পর্যন্ত জানা ইতিহাসের ভিত্তিতে বলছি...





বাংলাদেশঃ মিস কল- প্রতিবাদের এক মাধ্যম?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

রেজোওয়ানা বলেছেন: আরেকটু ডিটেইলস লিখতেন ব্লগে রবিন!

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

ব্লগার রবিন বলেছেন: ডিটেইলস জানাবার জন্য তো পোস্টের শুরুতেই ইভেন্ট লিঙ্ক দিয়ে দিয়েছি। ভেবেছিলাম যে পোস্ট বড় না করে শুধু আমার আইডিয়া টা শেয়ার করি, এতে করে অল্প কথায় ইভেন্টটি শেয়ার করাও হল আবার মানুষকে বিরক্তও করা হল না।

পুনশ্চঃ এই বিষয়ে বিস্তারিত পোস্ট নির্বাচিত বিভাগে রয়েছে তাই পুনঃপোস্ট করি নি। এরচেয়ে ইভেন্ট লিঙ্ক দেয়াটা বেশী কার্যকর হবে বলে মনে হয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.