নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেবার মতো বিশেষ কিছু নেই। আপাতত দু\'পেয়ে জীব মাত্র। মানুষ হতে পারলে জানবো ক্ষণ..

ব্লগার রবিন

খাই দাই, ঘুরে বেড়াই আর বনের মোষ তাড়াই!

ব্লগার রবিন › বিস্তারিত পোস্টঃ

কি মারাত্মক পলিসি!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

কি পলিসিরে বাবা?!

এভাবে খোলাখুলি খুনের কথা বলার সাহস পায় কোত্থেকে?!





"আগামীকালের হরতালে ভাইদের

সতর্ক থাকতে হবে।মোবাইল

থেকে কারো সাথে কথা বলার পর

call list clear করবেন।সংগঠনের

ভাইদের নাম্বার

মোবাইলে সংক্ষেপে বা অন্য নামে save

করবেন।

পিকেটিং করে কেডস

খুলে স্যান্ডেল পরে ফেলবেন।

জুতা লুকিয়ে রাখবেন।যাদের

মুখে দাড়ি নেই তারা ক্লিন সেইভ

করে বের হবেন।অযথা এলাকার

বাইরে বা রাস্তায়

দাড়িয়ে থাকবেন না।

নিরাপদে চলে যাবেন। রাস্তায়

কেউ গাড়ি নামালে ভাংচুর

না করে আগুন জ্বালিয়ে দিন।

কারণ গাড়ি ভাংচুর করতে সময় লাগে।আগুন

লাগানোর পর যত দ্রুত

সম্ভব ঐ স্থান ত্যাগ করবেন।

দাঁড়িয়ে থাকবেন না।

সঙ্গে লাঠি থাকলে ভাল হয়।কোন

জায়গায় যদি অল্প পুলিশ

থাকে(১০ জনের কম)আন্ডায়

দুইটা লাথি মেরে গুলি নিয়ে চলে যাবেন।

ডিবি পুলিশ যদি হাতের

কাছে পান Direct action নিবেন

যাতে সেখানেই লাশ হয়ে যায়।

আল্লাহ সব ভাইকে নিরাপধ রাখুন

এবং সফল করুন সেই দোয়া করছি। সবাই

আন্দোলন করার

পাশাপাশি সাবধানে থাকবেন।"



সেই পোস্ট লিঙ্কঃ

Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

গেস্টাপো বলেছেন: দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বিতীয় শহিদ হতে আমি আগ্রহী B-)) B-)) B-))
আবারও যুদ্ধে যাব
করবো ছাগু নিধন B-) B-) B-)

গু আজমের চামরা
তুইল্লা নিমু আমরা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

ব্লগার রবিন বলেছেন: আমি এইটা পইড়া যেই তব্দা খাইছি, তুলনা নাই! পুলিশের উপর তাদের এতো ক্ষোভ!! পুরা স্পট ডেথ এর প্লান?!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

গেস্টাপো বলেছেন: উই আর আম পাবলিক ম্যান।এইসব বিষয় নিয়া আমাদের চিন্তা না করলেও চলবে।স্বাধীনতার সপক্ষের শক্তি কাল মাঠে থাকবে :P ।সো দোন্ট ওয়ারী ম্যান B-) B-) B-)

আমি খালি আম্রিকা যাওয়ার চিন্তায় আছি।কবে যে ভিসাটা পামু :(
৭১ এর মত প্রবাস জীবন আর কি B-))

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০২

ব্লগার রবিন বলেছেন: মাঝে মাঝে একটু রুমীদের মতো চিন্তা করেন না ভাই! আর সবাই যদি চলে যাই চলে যাই করেন তাহলে এই দেশ চলবে কেমনে?! বুয়েটে কমার্স পড়াদের দিয়ে?? ;)

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

গেস্টাপো বলেছেন: গোলাম আজম হওয়ার চাইতে কি শেখ মুজিব হওয়াটা ভাল না =p~ =p~ =p~ =p~

কিছু ফেসবুক পেজে দেখলাম বাংলাদেশ সেনাবাহিনী নাকি কাল বিদ্রোহ করতে পারে
আমরা দেশে না থাকলে কি হবে আমাদের প্রানটাতো আমাদের জন্মভূমিতে রেখে যাব।মাই সুইট হার্ট কান্ট্রি ভাল থেকো সব সময় :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

ব্লগার রবিন বলেছেন: কইলাম ভাই রুমী হন, আর আপনে গেলেন কই?! আফসুস ভাই। ;)

সেনাবাহিনীর কি খাইয়া কাজ নাই যে তারা কাইল বিদ্রোহ করবে?! আজিব গুজব!

প্রাণ যখন এইদেশেই থাকবে, তখন সাথে প্রাণের মানুষগুলিও থাকুক, আসেন ভালো রাখি এই দেশটাকে সবাই মিলে...

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

গেস্টাপো বলেছেন: ভাই আমি প্রবাসী সরকার গঠন করমু তাইলে
মুজিব হইতে না পারলেও তাজউদ্দীন তো হইতে পারুম B-)) B-))
যান অস্থায়ী প্রেসিডেন্ট পদটা আপ্নে নিয়েন :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

ব্লগার রবিন বলেছেন: মাফও চাই, দুয়াও চাই! প্রেসিডেন্ট হবার খায়েশ নাই!!

আমাদের এখন রুমী চাই। ক্রাক প্লাটুনের দরকার, আর আপনে আনছেন প্রবাসী সরকার?! ;)

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

গেস্টাপো বলেছেন: আরে ম্যান আমরা যদি প্রবাসী সরকার না বানাই তাইলে ক্যামনে সকাল হবে B-)) ।অবশ্যই রুমি হব

তবে ইন্টারনেট এর রুমি হতে চাই B-)) B-)) B-))

উই আর বিডি প্রবাসী সাইবার আর্মি
রেডি টু কিল ভার্চুয়াল ছাগু B-)) B-)) B-)) B-))

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭

ব্লগার রবিন বলেছেন: ওকে ভাই, কি বানাইছেন তা সকালে দেখা যাবে।

রুমী হইবার ইচ্ছা পোষণ করায় শুভ কামনা, ম্যান তুমি থেমো না! ;)

সাইবার আর্মি?!

ভালোই, মাঝে মাঝে কিছু নমুনা দেখায়েন তাইলে! কাজের নমুনা, ছাগুর টা না!!! ;) ;) ;)

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: B:-) B:-) X( X( X(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৫

ব্লগার রবিন বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.