![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাই দাই, ঘুরে বেড়াই আর বনের মোষ তাড়াই!
প্রথম আলো, ডেইলি স্টার, কালের কন্ঠ এই পত্রিকাগুলোর সম্পাদকসহ ১৬ টি পত্রিকার সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে বিবৃতি দিল!!!
সাধু সাধু! স্বজাতির জন্য এইটুকু উনারা করতেই পারেন!
কিন্তু কাবার গিলাফ চরানোর ছবি নিয়ে করা মিথ্যাচার সহ মাহমুদুর রহমানের অসংখ্য মিথ্যাচারের প্রতিবাদ করে বিবৃতি কেউ দিল না।
বলা যায়, বিবৃতির অভাবে বিব্রতবোধ করলাম।
মনে প্রশ্ন আসলো, এই ডাবল রোলের কারণ কি?
দুইটা প্রবাদ মনে পড়লো,
কাক নাকি কাকের মাংস খায় না।
আর, সব রসুনের গোঁড়া একই... এই রসুনের নাম হলুদ সাংঘাতিকতা!
সিদ্ধান্তঃ আগামীকাল থেকে ওই ১৬ টি পত্রিকা নিজে কেনা বন্ধ করে, অন্যদেরও ওই পত্রিকাগুলি কিনতে নিরুৎসাহিত করব। জানি এইটা খুব বেশি কিছু না। তবুও ব্যক্তিগত ভাবে এই কাজটি আমি করবো।
সব রসুনের গোঁড়া একই
২০ শে মে, ২০১৩ সকাল ৮:৩১
ব্লগার রবিন বলেছেন: তাই তো দেখছি..
এইসব ধান্দাবাজদের বর্জন করার সময় এসেছে। সুশীলতার মুখোশের অন্তরালের বিশ্রী শ্বাদন্তগুলি দেখে নিলাম। চিনে রাখলাম...
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৩ সকাল ৭:৩৪
একাকী বাংলাদেশি বলেছেন: আপনি সাধারন মানুষ উনাদের হাব-ভাব বুঝতে পারবেননা। উনারা ভবিষ্যতের জন্য পিঠে ছালা বাইন্ধা নিতেছে।